হায়দরাবাদ, 6 মে: বিতর্কের মাঝেই বক্স অফিসে শোরগোল ফেলে দিল 'দ্য কেরালা স্টোরি' ৷ প্রথম দিনে বেশ ভালোই আয় করল বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি ছবিটি ৷ ইতিমধ্যেই ছবিটি রাজনৈতিক বিতর্কের কারণ হয়েছে ৷ ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, সন্ত্রাসবাদের আসল মুখোশ খুলে দেবে এই ছবি ৷ অন্য়দিকে কেরলের মুখ্য়মন্ত্রী পিনরাই বিজয়ন এই ছবিকে প্রচারসর্বস্ব বলে অ্যাখ্যা করেছেন ৷ তবে এই তরজার ঊর্দ্ধে গিয়ে মানুষের মন জয় করে নিল ছবিটি ৷
সুদীপ্ত সেনের ছবিতে অভিনয় করেছেন আদা শর্মা, সিদ্ধি ইতনানি থেকে শুরু করে বেশ কিছু চেনা মুখ ৷ ছবির ট্রেলার মুক্তির পর থেকেই 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বিতর্ক শুরু হয় ৷ কারণ ট্রেলারে দাবি করা হয় 'ভগবানের আপন দেশ' কেরলে প্রায় 32হাজার নারী আইএসআইএস-এ যোগ দিয়েছেন ৷ এরপর থেকেই এই ছবি নিয়ে চলেছে রাাজনৈতিক তরজা ৷ তবে তারই মাঝে ছবির প্রথম দিনের আয়ের রিপোর্ট পেশ করলেন ট্রেড অ্য়ানালিস্ট তরণ আদর্শ ৷ তিনি জানিয়েছেন, সারা দেশ জুড়ে প্রায় 8.05 কোটি টাকা আয় করেছে ছবিটি ৷