হায়দরাবাদ, 10 মে: বিতর্কের পর বিতর্ক, সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া এব রাজনৈতিক তরজার আবহেই ফের সকলকে চমকে দিল 'দ্য কেরালা স্টোরি' ৷ 5 দিনেই 50 কোটির ক্লাবে ঢুকে পড়ল ছবিটি ৷ এমনকী অনেক তারকা খচিত হিন্দি ছবির তুলনায় যে এই ছবির আয় বেশ ভালো তা মানতেই হবে ৷ তবে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর থেকে আয়ের ক্ষেত্রে এখনও পিছিয়ে সুদীপ্ত সেনের ছবি ।
পঞ্চম দিনে সারা দেশ জুড়ে 11.02 কোটি টাকার ব্য়বসা দিয়েছে সুদীপ্ত সেনের এই স্বপ্নের ছবি ৷ সপ্তাহের শুরুর দিনে 10 কোটি টাকা ঘরে তুলেছিল 'দ্য কেরালা স্টোরি' তাই মঙ্গলবারের হিসাব অনুযায়ী আয় আগের তুলনায় কিছুটা বেড়েছে ৷ ট্রেড অ্যানালিস্ট তথা সিনে সমালোচক তরণ আদর্শের রিভিউ অনুযায়ী গত পাঁচদিনে এই ছবি মোট 56.72 কোটি টাকা ঘরে তুলেছে ৷
আদা শর্মা অভিনীত এই বিতর্কিত ছবিটি বক্স অফিসে প্রথম দিন খাতা খুলেছিল 8.03 কোটি টাকা দিয়ে ৷ এরপর শনিবার এবং রবিবার মিলিয়ে মোট 27.62 কোটি টাকা ঘরে তুলেছিল এই ছবি ৷ তুলনা করলে দেখা যায় অজয় দেবগণের 'ভোলা' ছবিটি 50 কোটির ক্লাবে জায়গা করেছিল সাত দিনে ৷ তার চেয়ে অনেক দ্রুত এই ক্লাবে জায়গা করে নিল 'দ্য কেরালা স্টোরি' ৷