নয়াদিল্লি, 18 জানুয়ারি:আবারও নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files to Re-release)৷ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে এটি ছিল ব্লকবাস্টার হিট (Vivek Agnihotri Film)৷ মুক্তির পর এক বছরের মধ্যেই ফের এই ছবিটি মুক্তি পাচ্ছে ৷ কাশ্মীরি হিন্দুরা 19 জানুয়ারিকে 'নির্বাসন দিবস' হিসেবে পালন করে । সেই দিনেই প্রেক্ষাগৃহে ফের আসছে 'দ্য কাশ্মীর ফাইলস'৷
পুনরায় মুক্তির ঘোষণা: অনুপম ও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা অনুপম খের বুধবার তাঁর ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডেলে এ কথা ঘোষণা করেছেন । তিনি লিখেছেন, "সম্ভবত প্রথমবারের মতো একই বছরে দ্বিতীয়বার কোনও ছবি মুক্তি পাচ্ছে । #33YearsOfKPEXodusকে শ্রদ্ধা জানাতে আগামিকাল আবার মুক্তি পাচ্ছে #TheKashmirFiles ৷ অনুগ্রহ করে দেখুন !"
টিকিট বুক করার আবেদন বিবেকের: বিবেক অগ্নিহোত্রীও টুইটারে এই খবর শেয়ার করে লেখেন, "ঘোষণা: #TheKashmirFiles 19 জানুয়ারি - কাশ্মীরি হিন্দু গণহত্যা দিবসে পুনরায় মুক্তি পাচ্ছে । এই প্রথম কোনও ছবি বছরে দুবার মুক্তি পাচ্ছে । আপনি যদি বড় পর্দায় এটি দেখতে মিস করে থাকেন, তবে এখনই আপনার টিকিট বুক করুন ।"