পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

The Kashmir Files to Re-release: একই বছরে দ্বিতীয়বার, এই তারিখে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস' - Vivek Agnihotri Film

এই তারিখে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files to Re-release)৷ একই বছরে দ্বিতীয়বার মুক্তি পাচ্ছে বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri Film) এই ছবি ৷

The Kashmir Files
দ্য কাশ্মীর ফাইলস

By

Published : Jan 18, 2023, 7:18 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি:আবারও নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files to Re-release)৷ বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে এটি ছিল ব্লকবাস্টার হিট (Vivek Agnihotri Film)৷ মুক্তির পর এক বছরের মধ্যেই ফের এই ছবিটি মুক্তি পাচ্ছে ৷ কাশ্মীরি হিন্দুরা 19 জানুয়ারিকে 'নির্বাসন দিবস' হিসেবে পালন করে । সেই দিনেই প্রেক্ষাগৃহে ফের আসছে 'দ্য কাশ্মীর ফাইলস'৷

পুনরায় মুক্তির ঘোষণা: অনুপম ও এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা অনুপম খের বুধবার তাঁর ইনস্টাগ্রাম ও টুইটার হ্যান্ডেলে এ কথা ঘোষণা করেছেন । তিনি লিখেছেন, "সম্ভবত প্রথমবারের মতো একই বছরে দ্বিতীয়বার কোনও ছবি মুক্তি পাচ্ছে । #33YearsOfKPEXodusকে শ্রদ্ধা জানাতে আগামিকাল আবার মুক্তি পাচ্ছে #TheKashmirFiles ৷ অনুগ্রহ করে দেখুন !"

টিকিট বুক করার আবেদন বিবেকের: বিবেক অগ্নিহোত্রীও টুইটারে এই খবর শেয়ার করে লেখেন, "ঘোষণা: #TheKashmirFiles 19 জানুয়ারি - কাশ্মীরি হিন্দু গণহত্যা দিবসে পুনরায় মুক্তি পাচ্ছে । এই প্রথম কোনও ছবি বছরে দুবার মুক্তি পাচ্ছে । আপনি যদি বড় পর্দায় এটি দেখতে মিস করে থাকেন, তবে এখনই আপনার টিকিট বুক করুন ।"

আরও খবর:অস্কারের দৌড়ে 'দ্য কাশ্মীর ফাইলস' কী বললেন ব্রাত্য বসু?

কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণা তুলে ধরেছে এই ছবি: 1990 সালের কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা নিয়ে তৈরি হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'৷ ওই ঘটনার শিকার যাঁরা তাঁদের প্রথম প্রজন্মের ভিডিয়ো সাক্ষাত্কারের উপর ভিত্তি করে, তাঁদের বেদনা, কষ্ট, সংগ্রাম এবং মানসিক যন্ত্রণার বিবরণ তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷

এক বছরে দ্বিতীয়বার রিলিজ: এই চলচ্চিত্র 2022 সালের 11 মার্চ মুক্তি পেয়েছিল ৷ অস্কার 2023-এ অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (AMPAS) চলতি বছরের অস্কারের জন্য যোগ্য 301টি ফিচার ফিল্মের তালিকা যখন প্রকাশ করে, তখন স্মারক তালিকায় স্থান করে নেয় দ্য কাশ্মীর ফাইলস ৷ জনপ্রিয়তা ও চাহিদার কথা মাথায় রেখেই নির্মাতারা এক বছরের মধ্যে দ্বিতীয়বার এই ছবির পুনরায় মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details