হায়দরাবাদ, 17 জানুয়ারি: দুর্ঘটনার কবলে পড়লেন 'দ্য় কাশ্মীর ফাইলস' ছবির অভিনেত্রী তথা ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশি ৷ তাঁর নতুন ছবি 'দ্য় ভ্যাকসিন ওয়ার'-এর শুটিংয়ের জন্য় এই মুহূর্তে হায়দরাবাদে রয়েছেন (The Kashmir Files actor Pallavi Joshi injured) ৷ সূত্রের খবর, শুটিং চলাকালীন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে অভিনেত্রীকে ৷ চোট পাওয়ার পরেও শুটিং শেষ করেন । পরে স্থানীয় হাসপাতালে যান অভিনেত্রী (The Vaccine War shoot in hyderabad )৷
তবে খবর অনুযায়ী, এখন তিনি সুস্থ রয়েছেন ৷ তাঁর চোট খুব বেশি গুরুতর নয় বলেই খবর (Pallavi Joshi injured on sets of The Vaccine War)৷ 'দ্য় ভ্যাকসিন ওয়ার' ছবির প্রযোজনারও দায়িত্বে রয়েছেন অভিনেত্রী ৷ কোভিডকালে ভ্যাকসিন তৈরি করা খুবই সমস্য়ার বিষয় হয়ে দাঁড়িয়েছিল ৷ দিনের পর দিন যেভাবে এই মারণ রোগ গোটা পৃথিবীকে গ্রাস করছিল তাতে প্রতিষেধক ছাড়া বাঁচার উপায় প্রায় ছিল না বললেই চলে ৷ সেই সময় সারা বিশ্ব জুড়ে শুরু হয় গবেষণা ৷ বিজ্ঞানীরা দিনরাত এক করে দেন ভ্যাকসিন তৈরিতে ৷ এই ছবিতে উঠে আসবে লড়াইয়ের সেই কাহিনিই৷