পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

The Gray Man Sequel: 'দ্য গ্রে ম্যান'-এর সিক্যুয়েলেও ধানুষ, উচ্ছ্বসিত অনুরাগীরা - the gray man sequel in the works dhanush says lone wolf is ready are you

ধানুষের ভক্তদের বিশ্বাস, ছবির পরবর্তী পর্বেও দেখা যাবে তাঁকে (Dhanush on The Gray Man sequel) ৷ টুইটারে ধানুষও সম্প্রতি জানিয়েছেন 'দ্য গ্রে ম্যান'-এর পরবর্তী পর্ব আসতে চলেছে ৷ আর তা দেখেই ফের উৎসাহে ডগমগ অনুরাগীরা ৷

The Gray Man Sequel
'দ্য গ্রে ম্যান'-এর সিক্য়ুয়েলেও ধানুষ

By

Published : Aug 6, 2022, 5:48 PM IST

Updated : Aug 6, 2022, 5:59 PM IST

হায়দরাবাদ, 6 অগস্ট: সম্প্রতি তাঁর হলিউড অভিষেকে রীতিমতো দর্শকের মন জয় করে নিয়েছেন ধানুষ ৷ 'দ্য গ্রে ম্যান'-এর জন্য যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণী সুপারস্টার ৷ ভক্তদের বিশ্বাস, ছবির পরবর্তী পর্বেও দেখা যাবে তাঁকে (Dhanush on The Gray Man sequel) ৷ টুইটারে ধানুষও সম্প্রতি জানিয়েছেন দ্য গ্রে ম্যান-এর পরবর্তী পর্ব আসতে চলেছে ৷ আর তা দেখেই ফের উৎসাহে ডগমগ অনুরাগীরা ৷

টুইটারে এদিন ধানুষ লেখেন, "গ্রে ম্যান ইউনিভার্স প্রসারিত হচ্ছে এবং সিক্যুয়েল আসছে। লোন উলফ তো প্রস্তুত, আর আপনি?" একইসঙ্গে একটি অডিয়ো ক্লিপিংও শেয়ার করেছেন তিনি ৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, "সিক্স..লোন উলফ বলছি ৷ আমি শুনেছি আমরা দু'জনে একই মানুষের সন্ধানে রয়েছি..."

প্রতিদ্বন্দ্বীর উদ্দেশ্য়ে তাঁর সাফ বার্তা, "চারিদিকে খোঁজা বন্ধ কর ৷ কারণ যদি আমি তাঁকে খুঁজে পাই তাহলে তোমার আর খোঁজার জন্য কিছুই থাকবে না ৷ আর যদি তুমি ওকে প্রথমে খুঁজে পাও তাহলে আমি তোমায় খুঁজে বের করব ৷ ব্যক্তিগতভাবে নিও না ৷" ধানুষের এই টুইট আসার পরেই ফ্যানেরা নিশ্চিত যে আগামীতে ফের একবার হলিউডি ছবিতে দেখা যাবে তাঁদের প্রিয় অভিনেতাকে ৷

আরও পড়ুন:'তোমার ঠোঁট আমার ঠোঁট ছুঁল'... লিপলকে ফের ভাইরাল নিকইয়াঙ্কা

ধানুষকে এই ছবিতে দেখা গিয়েছে অভীক সেনের চরিত্রে ৷ তিনি অবশ্য় 'লোন উলফ' নামেই বেশি পরিচিত ৷ অভীক আসলে একজন হিটম্যান ৷ রুশো ব্রাদার্স ইতিমধ্য়েই ইঙ্গিত দিয়েছিল যে এই চরিত্রটি ফের একবার ফিরতে চলেছে ছবিতে ৷ 'দ্য গ্রে ম্যান'-এর পরবর্তী অধ্যায় আগের মতোই সাড়া ফেলতে পারে কি না, সেটাই এখন দেখার ৷

Last Updated : Aug 6, 2022, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details