ওয়াশিংটন, 8 জুলাই:'দ্য গডফাদার' ছবিতে সনি কার্লিওন চরিত্রে অভিনয় করে একসময় রীতিমত সকলের মন জয় করে নিয়েছিলেন মার্কিন অভিনেতা জেমন ক্যান ৷ এই অভিনয়ের জন্য অস্কার মঞ্চে মনোনয়নও পেয়েছিলেন তিনি ৷ বৃহস্পতিবার 82 বছর বয়সে অভিনেতা ক্যানের বর্ণময় চলচ্চিত্র সফরের যবনিকা থামল (James Caan passes away at 82 ) ৷ বৃহস্পতিবার জিমির পরিবারের তরফেই সোশাল মিডিয়ায় ক্যানের মৃত্যু সংবাদ জানানো হয়েছে ৷
টুইটারে ক্যান পরিবারের তরফে জানানো হয়, "অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আপনাদের জানাচ্ছি যে, 6 জুলাই সন্ধ্যায় জিমি ইহলোক ত্যাগ করেছেন ৷ ক্যান পরিবার আপনাদের ভালবাসা, আবেগ এবং সমবেদেনার জন্য় কৃতজ্ঞ ৷ আমাদের আশা কঠিন সময়ে আপনারা পরিবারের ব্যক্তিগত পরিসরের সম্মান রাখবেন ৷" শুধু 'দ্য গডফাদার' নয় 'থিফ', 'মিসরি', 'রোলারবল'-এর মত ছবিগুলিতেও জেমসের অভিনয় দর্শক হৃদয়ের আরও কাছে পৌঁছে গিয়েছিলেন ক্যান ৷