হায়দরাবাদ, 23 মার্চ: অস্কার পুরস্কারের মঞ্চে সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্য়চিত্র হিসাবে পুরস্কার জিতে নিয়েছে গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গোঞ্জালভেস পরিচালিত 'দ্য় এলিফ্য়ান্ট হুইস্পারার্স' । একটি হাতির বাচ্চার সঙ্গে এক দম্পতির ভালোবাসার বাঁধনকে ফুটিয়ে তুলেছে এই স্বল্প দৈর্ঘ্যের তথ্য়চিত্র । গুণিতের এই তথ্য়চিত্র এর আগেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন ফেস্টিভ্যালে আর অস্কারের মঞ্চেও গর্বিত করেছে সারা ভারতকে । এই তথ্য়চিত্র তৈরি হয়েছে বোম্যান এবং বেইলি নামের এক দম্পতিকে কেন্দ্রে রেখে । আর এবার তাঁদের হাতেই নিজের পুরস্কার তুলে দিলেন গুণিত কার্তিকিরা (Oscar Wining The Elephant Whisperers)।
সেই ছবি বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন গুণিত । পোস্টের ক্যাপশনে তিনি লেখেন,"আজ সকালে এই হাসিটুকুই শুধু দরকার ছিল । ধন্যবাদ বোম্যান এবং বেইলি । তোমরাই আমাদের এলিফ্য়ান্ট হুইস্পারার্স । ধন্যবাদ আমাদের তোমাদের এত সুন্দর একটি গল্প বলতে দেওয়ার জন্য় ।" এই ছবিতে যে বাচ্চা হাতিটিকে দেখানো হয়েছে তার নাম রঘু । আর সেই লিটল জায়েন্ট রঘু এবং আম্মুকেও ধন্য়বাদ দিয়েছেন নির্মাতারা ।