হায়দরাবাদ, 26 মার্চ:চলতি বছরের অস্কারের মঞ্চে গজরাজের মাথায় সেরার শিরোপা উঠেছে । স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে অস্কার জিতেছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers) । দেশে ফিরে সেই সোনালি স্বারক মাহুত দম্পতির হাতে তুলে দেন তথ্যচিত্রের পরিচালক কার্তিকি গনসালভেস ও প্রযোজক গুনীত মোঙ্গা। তবে এবার বোমান (Bomman) ও বেলি (Bellie) অস্কারের হুল্লোড় ছেড়ে মন দিলেন এক নতুন দায়িত্বে ৷ তা হল চারমাসের এক হস্তীশাবককে পালন করতে হবে ৷
বোমান ও বেলি ৷ এই জুটির নাম এখন সবাই জানে। সকল ভারতবাসী তো বটেই, পুরো বিশ্বের সিনেপ্রেমীরাই এখন তাঁদের চেনেন। কারণ তাঁরা যে অস্কারজয়ী ৷ তামিল নাড়ুর মুদুমালাই জাতীয় উদ্যানের একটি অনাথ হস্তীশাবক রঘুর গল্প দেখানো হয়েছে ছবিতে। সঙ্গে উঠে এসেছে তাঁর জন্য বোমান এবং বেলির লড়াইয়ের কথা। এঁরা দুজনই রঘুকে লালন পালন করেছেন। বোমান-বেলির সঙ্গে রঘুর যে আত্মিক যোগ গড়ে উঠেছিল সেই কাহিনিই দেখানো হয়েছে তথ্যচিত্রে । তবে এই হস্তীশাবককে তাঁরা পেলেন কোথা থেকে ?