কলকাতা, 15 মার্চ: একইদিনে সামনে এসেছে দু'টি নতুন ছবির ট্রেলার ৷ একদিকে রয়েছে অনির্বান-সুহোত্র-সোমকদের নতুন অ্য়াডভেঞ্চার 'দ্য় একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' আর অন্যদিকে রয়েছে প্রসেনজিৎ-গার্গীর 'শেষপাতা' ৷ অর্থাৎ বক্স অফিসে মুখোমুখি সম্মুখ সমরে এবার পর্দার কাকাবাবু এবং একেনবাবু ৷ যদিও মঙ্গলবার মুক্তি পাওয়া ট্রেলার যেভাবে সাড়া ফেলেছে ইউটিউবে, তাতে পিছিয়ে পড়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের 'শেষপাতা' ৷ এখনও পর্যন্ত গত কয়েক ঘণ্টায় 'শেষপাতা' ট্রেলার দেখেছেন প্রায় 28 হাজার মানুষ (Prosenjit Shesh Pata Trailer out)৷ কিন্তু 'দ্য় একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' ছবির ট্রেলার দেখেছেন 42 হাজারেরও বেশি মানুষ (The Eken Ruddhaswas Rajasthan trailer) ৷
দু'টি গল্প একেবারেই ভিন্ন স্বাদের ৷ একেনবাবু এবার রাজস্থানে বেড়াতে গিয়েছেন ঠিকই কিন্তু সেখানেও রক্তপাত এড়াতে পারেননি তিনি ৷ তাঁকে আবার নামতে হয়েছে তদন্তে ৷ সঙ্গে বাপি এবং প্রমথ ৷ রাজস্থানের বিভিন্ন প্রাসাদের প্রাচীন মূর্তির চোরাচালানের ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই গল্পে ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন, অনির্বাণ চক্রবর্তী, সোমক, সুহোত্র মুখোপাধ্য়ায়, সন্দীপ্তা সেন, রজতাভ দত্ত-সহ আরও অনেকে ৷ জয়দীপ মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবিতে দেখা যাবে রহস্যের অচেনা মায়াজাল ৷ যা ভেদ করবেন একেনবাবু ৷