পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Eken Babu: রাজস্থানে রহস্যভেদে মন মজেছে দর্শকের, 25 দিনে বক্স অফিসে তিন কোটির ক্লাবে একেন - একেন বাবু

নয়া বঙ্গাব্দে মুক্তিপ্রাপ্ত প্রথম এই ছবিই বক্স অফিসে ব্যবসার অঙ্ক এতটা বাড়িয়ে দিল তাও এই কয়েকদিনে। 25 দিনে তিন কোটির সাফল্য 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' এর ৷

Eken Babu
25 দিনে বক্স অফিসে তিন কোটির ব্যবসা একেনের

By

Published : May 10, 2023, 7:03 PM IST

কলকাতা, 10 মে:নতুন বছরের আবহে গত 14 এপ্রিল মুক্তি পেয়েছিল জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'। বরাবরের মতো একেন্দ্র সেনের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। এছাড়া বাপি'র চরিত্রে সুহোত্র মুখোপাধ্যায়, প্রমথ'র চরিত্রে সোমক ঘোষ, মিউজিয়াম কিউরেটরের চরিত্রে সন্দীপ্তা সেন-সহ রয়েছেন আরও অনেকে। এঁদের সকলকে নিয়ে 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' হয়ে উঠেছে জমজমাট। আর তাই 25 দিনে 3 কোটি টাকার ব্যবসা করে ফেলল ছবিটি, জানাল প্রযোজনা সংস্থা এসভিএফ। নতুন বাংলা বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম এই ছবি স্বল্পদিনেই বক্স অফিসে এতটা ব্যবসা করে ব্যাপক সাড়া ফেলল ৷

এই ছবি এক লহমায় দর্শককে নিয়ে চলে যাবে রাজস্থানের মরুভূমিতে

একেনবাবু যেখানে, রহস্য সেখানে। তবে শুধুই যে রহস্য যে তা নয়, একেনবাবু মানে কমেডিও। সেইসঙ্গে একেনবাবু যখন খাদ্যরসিকও বটে। সবের মিশেলে এক এবং অদ্বিতীয় একেন্দ্র সেন। সত্যজিৎ রায়কে শ্রদ্ধাজ্ঞাপন করতেই এই ছবি বানিয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় ৷ নিজেই সে কথা তিনি ইটিভি ভারতকে জানিয়েছিলেন। এই ছবি এক লহমায় দর্শককে নিয়ে চলে যাবে রাজস্থানের মরুভূমিতে। কখনও মনে পড়বে 'জয়বাবা ফেলুনাথ'-এর কথা, কখনও ফিরবে 'সোনার কেল্লা'র স্মৃতি। বরাবরের মতো কাল্পনিক এই বাঙালি গোয়েন্দা চরিত্রকে নিয়ে গল্প লিখেছেন প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত । ছবির আবহ সঙ্গীত তৈরি করেছেন শুভদীপ গুহ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন রম্যদীপ সাহা ।

দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান হয়ে উঠেছে জমজমাট

আরও পড়ুন:মরুভূমিতে রহস্যভেদে একেন বাবু, কেমন ছিল জার্নি ? আড্ডায় কলাকুশলীরা

তবে শুধু বাংলায় নয়, এই ছবি মুক্তি পেয়েছে চেন্নাই এবং মুম্বই-সহ আরও বেশ কিছু জায়গায়। অনির্বাণ চেন্নাই এবং মুম্বইতে অনুরাগীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং ভালোবাসা নিয়ে ফিরেছেন নিজের শহরে। এই সাফল্যের জন্য অনির্বাণ সব সহকর্মী এবং দর্শককে ধন্যবাদ জানিয়েছেন। ওদিকে অনেকদিন ধরেই একেনবাবুকে বেশ ভালো লাগত সন্দীপ্তার ৷ নিজেকে দেখতে চেয়েছিলেন একেনের গল্পে। সাধপূরণ হল এবার। সুহোত্র আর সোমকরা আগে থেকেই ছিলেন গল্পে। বলাবাহুল্য বছরের প্রথম হিট ছবির স্বীকৃতি পেল 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'।

কখনও মনে পড়বে জয়বাবা ফেলুনাথের কথা কখনও আবার সোনার কেল্লার স্মৃতি

ABOUT THE AUTHOR

...view details