কলকাতা, 10 মে:নতুন বছরের আবহে গত 14 এপ্রিল মুক্তি পেয়েছিল জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'। বরাবরের মতো একেন্দ্র সেনের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। এছাড়া বাপি'র চরিত্রে সুহোত্র মুখোপাধ্যায়, প্রমথ'র চরিত্রে সোমক ঘোষ, মিউজিয়াম কিউরেটরের চরিত্রে সন্দীপ্তা সেন-সহ রয়েছেন আরও অনেকে। এঁদের সকলকে নিয়ে 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান' হয়ে উঠেছে জমজমাট। আর তাই 25 দিনে 3 কোটি টাকার ব্যবসা করে ফেলল ছবিটি, জানাল প্রযোজনা সংস্থা এসভিএফ। নতুন বাংলা বছরে মুক্তিপ্রাপ্ত প্রথম এই ছবি স্বল্পদিনেই বক্স অফিসে এতটা ব্যবসা করে ব্যাপক সাড়া ফেলল ৷
একেনবাবু যেখানে, রহস্য সেখানে। তবে শুধুই যে রহস্য যে তা নয়, একেনবাবু মানে কমেডিও। সেইসঙ্গে একেনবাবু যখন খাদ্যরসিকও বটে। সবের মিশেলে এক এবং অদ্বিতীয় একেন্দ্র সেন। সত্যজিৎ রায়কে শ্রদ্ধাজ্ঞাপন করতেই এই ছবি বানিয়েছেন জয়দীপ মুখোপাধ্যায় ৷ নিজেই সে কথা তিনি ইটিভি ভারতকে জানিয়েছিলেন। এই ছবি এক লহমায় দর্শককে নিয়ে চলে যাবে রাজস্থানের মরুভূমিতে। কখনও মনে পড়বে 'জয়বাবা ফেলুনাথ'-এর কথা, কখনও ফিরবে 'সোনার কেল্লা'র স্মৃতি। বরাবরের মতো কাল্পনিক এই বাঙালি গোয়েন্দা চরিত্রকে নিয়ে গল্প লিখেছেন প্রয়াত লেখক সুজন দাশগুপ্ত । ছবির আবহ সঙ্গীত তৈরি করেছেন শুভদীপ গুহ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন রম্যদীপ সাহা ।