মুম্বই, 2 জুলাই:2007 সালে মুক্তি পেয়েছিল 'লাইফ ইন আ মেট্রো' ছবিটি ৷ পরিচালকের আসনে ছিলেন অনুরাগ বসু। এবার সেই ছবির সিক্যুয়েল হিসেবে আসছে 'মেট্রো... ইন দিনো।' ছবিটির বিষয় আগেই জানা গিয়েছিল এবার প্রকাশ্যে এল এই ছবির মুক্তির দিন। আগামী বছর মুক্তি পেতে চলেছে 'লাইফ ইন আ মেট্রো'র সিক্যুয়েল। 2024 সালের মার্চে মুক্তি পাবে ছবিটি। পরিচালনার দায়িত্ব এবারও সামলেছেন অনুরাগ বসু। তাঁর সঙ্গে এই ছবিতে প্রথম ভাগের একাধিক অভিনেতাকে দেখা যাবে। তাঁদের সঙ্গে থাকবে নতুন কিছু মুখও।
সারা আলি খান এবং আদিত্য রায় কাপুরকে টলাইফ ইন এ মেট্রো'র সিক্যুয়েলে দেখা যাবে ৷ পাশাপাশি তাব্বু, করিনা কাপুর খান এবং কৃতি স্যানন অভিনীত 'দ্য ক্রু' ছবিরও মুক্তির দিন জানা গিয়েছে রবিবার ৷ ওই ছবিটিও একই মাসে মুক্তি পাবে ৷ 'দ্য ক্রু' ছবিতে করিনা কাপুর খান, তাব্বু, কৃতী স্যানন ও দিলজিৎ দোসাঞ্জকে দেখা যাবে মুখ্য চরিত্রে। ধুঁকতে থাকা এয়ারলাইন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে তৈরি কমেডি ড্রামা ছবি এটি। তিন মহিলা, যাঁরা কাজের মাধ্যমে নিজেদের জীবন চালানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তাঁদের জীবনের গতি হঠাতই অন্যদিকেই মোড় নেয়, যার ফলে তাঁরা ধীরে ধীরে মিথ্যার জালে জড়িয়ে পড়েন। পর্দায় এই প্রথম তিন তারকাকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে।