হায়দরাবাদ, 28 এপ্রিল: গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস এবার অফস্ক্রিন রোম্যান্টিক কাপেল থেকে হতে চলেছে অনস্ক্রিন রোম্যান্টিক জুটি । নতুন হলিউড ছবি 'লাভ এগেন'-এ তাঁরা এবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন স্য়াম হিউগম্যানের সঙ্গে । এই বছর ভ্যালেন্টাইন ডে-তেই সামনে এসেছিল এই ছবির ট্রেলার । এবার ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা । তিনি জানান, ছবির একটি রোম্যান্টিক দৃশ্যে ট্যাক্সির পিছনে দাঁড়িয়ে তাঁর অনস্ক্রিন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ট হয়ে পড়েন । এরপর প্রেমিক তাঁকে চুম্বন করতে শুরু করেন ।
এই ঘনিষ্ঠ মুহূর্তগুলি কখনও কখনও বেশ অস্বস্তিকর হয়ে ওঠে । বিশেষত, যেমন এই শ্যুটিং হয়েছিল কোভিডের সময় । কিন্তু এক্ষেত্রে তাঁর বিপরীতে ছিলেন তাঁর স্বামী । আর তাই তিনি ভীষণ সহজবোধ করেছেন, এমনটাই জানালেন নায়িকা। ছবিতে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন মীরা নামক একটি চরিত্রে । আর সেখানেই একটি ক্য়ামিও চরিত্রে দেখা গিয়েছে নিককে । এই বিশেষ দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রথমে এই চরিত্রটি করার কথা ছিল অন্য় আরেকজন অভিনেতার । কিন্তু পরে পরিচালক জেমস সি স্ট্রউস নিককে বেছে নেন।