হায়দরাবাদ: শুরু থেকেই লিও নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চরমে ৷ মুক্তির আগেই থালাপথি বিজয় আগাম টিকিট বুকিংয়ে নজর কেড়েছিল ৷ এবার বক্সঅফিসে ঝড় তুলেছে লিও ৷ ভারতের পাশপাশি বিদেশেও মাটিতে লিও প্রশংসা পঞ্চমুখ দর্শকরা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, মাত্র পাঁচদিনের মাথায় ভারতে এই ছবির বক্সঅফিস কালেকশন হতে চলেছে 207.76 কোটি টাকা ৷ শুধু তাই নয়, গ্লোবালি এই ছবি ইতিমধ্যেই 200 কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ৷
প্রেক্ষাগৃহে মুক্তির পর ভারতে প্রথমদিন এই ছবির কালেকশন ছিল 64.8 কোটি টাকা ৷ প্রথমদিকে এই ছবির গতি ধীর মনে হলেও মাত্র পাঁচ দিনের মাথাতেই ভারতে এই ছবি ঢুকতে চলেছে 200 কোটির ক্লাবে ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্কের দাবি, অ্যাকশন-থ্রিলারে ভরপুর এই ছবি পাঁচ দিনের মাথায় বক্সঅফিসে আয় করতে পারে 25.81 কোটি টাকা ৷ একদিনের আয় হিসাবে এটি খুবই কম ৷ কিন্তু এই আয়ের মধ্য দিয়েই ছবির কালেকশন মোটামুটি হতে চলেছে 207.76 কোটি টাকা ৷
লোকেশ কনগরাজ পরিচালিত লিও-তে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে থালপথি বিজয়কে ৷ এই ছবির হাত ধরে তামিল ফিল্ম ইন্ডাষ্ট্রিতে পা রাখেন বলিউডের অন্যতম অভিনেতা সঞ্জয় দত্ত ৷ চিত্রনাট্য ও অভিনয়ের পাশাপাশি এই ছবির পরিচালনাও দর্শকদের মুগ্ধ করেছে ৷ তবে মুক্তির পর এই ছবি বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিল ৷