হায়দরাবাদ, 22 মার্চ:দক্ষিণ ভারতের সুপারস্টার থলাপতি বিজয় গত কয়েক সপ্তাহ রয়েছেন কাশ্মীরে ৷ উপত্যকায় তাঁর নতুন ছবির শ্যুটিং করছেন ৷ মঙ্গলবারের ভূমিকম্পের প্রভাব পড়েছে জম্মু কাশ্মীরেও ৷ দিল্লি এনসিআর এবং উত্তর ভারতের আরও কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয় ৷ স্বাভাবিকভাবেই বিজয়ের খবর জানতে উদ্বিগ্ন ছিলেন তাঁর অনুরাগীরা ৷ তাঁর ছবির টিমের পক্ষ থেকে জানানো হল, তাঁরা একেবারেই নিরাপদে রয়েছেন (Thalapathy Vijay leo shooting)৷
অভিনেতা বিজয়ের এই নতুন ছবির নাম 'লিও' ৷ এই ছবির হাত ধরেই পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে জুটি বেঁধেছেন বিজয় ৷ তাঁর সঙ্গে এই সময় শ্য়ুটিংয়ের জন্য় কাশ্মীরে ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণানও ৷ টিমের তরফে একটি টুইটে লেখা হয়েছে,'আমরা সকলেই সুরক্ষিত- টিম লিও' ৷ খবর অনুযায়ী এই ছবির শ্যুটিংয়ের আরও বেশকিছু দিন বাকি রয়েছে ৷ কাশ্মীরে এপ্রিলের মধ্য়ে নির্মাতারা শ্য়ুটিংয়ের কাজ শেষ করবেন বলে খবর ৷ এরপর কিছুদিনের বিরতির পর আবার কাজ শুরু হবে চেন্নাইতে ৷