হায়দরাবাদ, 26 জুন:ধূমপানের প্রচারের অভিযোগে এবার বিপদে তামিল অভিনেতা থালাপতি বিজয় ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর আসন্ন ছবি 'লিও'র 'না রেডি' গানটি ৷ গানটিতে দেখা গিয়েছে বিজয়ের ঠোঁটে রয়েছে সিগারেট ৷ আর সেই অবস্থায় তিনি নাচেও মেতে উঠেছেন ৷ বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, এখানে যেভাবে ধূমপানকে দেখানো আসলে বিষয়টির প্রচারের সামিল ৷ আর তাই বিজয়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগও ৷
কী নিয়ে দায়ের হল অভিযোগ:নারকোটিকস কন্ট্রোল অ্যাক্টের অধীনে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে খবর ৷ বিভিন্ন রিপোর্ট বলছে তাঁর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন দক্ষিণী এক অ্যাকটিভিস্ট ৷ প্রসঙ্গত, বিজয়ের জন্মদিন উপলক্ষ্যে গত 22 জুন এই গানটি সামনে এনেছিলেন নির্মাতারা ৷ বিজয়ের পাওয়ার প্য়াকড নাচ তো বটেই সঙ্গে এই গানের হাত ধরে বিজয়ের চরিত্রের কিছু ঝলকও সামনে এসেছে ৷
কী ছিল বিতর্কিত গানটিতে:গানটিতে বিজয় নিজেই গলা দিয়েছেন আর সুরের দায়িত্ব সামলেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র ৷ নাচে ঠিক কতখানি পারদর্শী বিজয়, সে কথাই তুলে ধরে এই গান ৷ তবে কাল করল সিগারেট ৷ প্রায় পুরো গানটি জুড়েই দেখা যায় গোটা দলের সঙ্গে নাচে তাল মেলাচ্ছেন অভিনেতা ৷ আর তাঁর ঠোঁটে রয়েছে সিগারেট ৷ এই বিষয়টি নিয়েই বিতর্ক শুরু হয়েছে ৷ যদিও প্রথম প্রথম ভক্তদের কাছে বেশ ভালোবাসা পেয়েছিল এই গানটি ৷ তবে পরে এই গানে ধূমপানের বিষয়টি বিতর্কের কারণ হয়ে ওঠে ৷
আরও পড়ুন:আবারও জুটিতে বিপুল সুদীপ্ত, আসছে 'বস্তার'
এই ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন লোকেশ কনকরাজ ৷ এই ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী ত্ষাকেও ৷ সঙ্গে রয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও ৷ এই ছবিটি কবে মুক্তি পেতে চলেছে, তা এখনও জানা যায়নি ৷ তবে এখন এই অভিযোগ ছবির মুক্তির ক্ষেত্রে কোনও বাধা তৈরি করে কি না, সেটাই দেখার ৷