কলকাতা, 29 নভেম্বর: আসছে 'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল- আয়না 2022'(Telangana Bengali film festival)। আগামী 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের এই বাংলা চলচ্চিত্র উৎসব । প্রসাদ প্রিভিউ হলে বসবে চলচ্চিত্রের আসর । প্রতিবারের মতো এবারও হাজির থাকবেন বাংলার বহু বিশিষ্ট অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক সকলেই । গত বছরেও তেলেঙ্গনায় এই চলচ্চিত্র উৎসব রীতিমতো জমে উঠেছিল (Telangana Bengali film festival will Strat this December ) ৷
এবারের ছবির তালিকায় রয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'অভিযাত্রিক', অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা', শর্মিষ্ঠা দেব পরিচালিত 'কাদম্বরী আজও', অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত 'বল্লভপুরের রূপকথা', তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'ভটভটি', জিৎ চক্রবর্তী পরিচালিত 'কথামৃত', অমর্ত্য ভট্টাচার্য পরিচালিত 'অ্যাডিউ গদার', ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'উহ্য', অয়ন দে পরিচালিত 'ভয় পেও না', আইপিএস অফিসার তথা অভিনেতা প্রসূণ বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'জাস্ট অ্যাক্রস দ্য রিভার' দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে (Bengali Film Festival)। 'দেশের মাটি', 'মোহর'-সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি (Films in Telangana Bengali film festival)।