পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tejasswi buys Audi : এক কোটির অডির মালিক হলেন 'বিগ বস' চ্যাম্পিয়ন তেজস্বী - Tejasswi Prakash buys Audi Q7

এবার বিলাসবহুল অডি কিউ 7-এর মালিক হলেন 'বিগ বস 15'-র চ্যাম্পিয়ন তেজস্বী প্রকাশ ৷ এই বিলাসবহুল গাড়িটির মূল্য এক কোটি টাকা (Tejasswi Prakash buys Audi Q7)৷

Tejasswi buys Audi
এবার বিলাসবহুল অডি কিউ 7-এর মালিক হলেন 'বিগ বস 15'-র চ্যাম্পিয়ন তেজস্বী প্রকাশ

By

Published : Apr 6, 2022, 7:05 PM IST

Updated : Apr 7, 2022, 7:04 AM IST

হায়দরাবাদ, 6 এপ্রিল : 'বিগ বস 15'-র চ্যাম্পিয়ন ট্রফিটি হাতে তোলার পর থেকেই লাগাতার খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ ৷ তার ওপর 'নাগিন 6' ধারাবাহিকেও প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে ৷ তাই বলাই বাহুল্য যে তাঁর ভাগ্য এখন একেবারে পঞ্চমে ৷ কঠোর পরিশ্রমের পর রাস্তা এখন কিছুটা সহজ হয়েছে তেজস্বীর জন্য ৷ তারই প্রমাণ মিলল তাঁর শেয়ার করা সাম্প্রতিক একটি ভিডিয়োতে ৷ কারণ এবার বিলাসবহুল অডি কিউ 7-এর মালিক হলেন তেজস্বী ৷

অনুরাগীদের জন্য় ইনস্টাগ্রামের গাড়ির টেস্ট ড্রাইভের একটি ভিডিয়োও শেয়ার করলেন তিনি ৷ এই বিলাসবহুল গাড়িটির মূল্য এক কোটি টাকা ৷ তাঁর এই নতুন গাড়ি এখন রীতিমত সোশ্যাল মিডিয়ার হট টপিক ৷ প্রেমিক করণ কুন্দ্রাকে নিয়ে শোরুমে গাড়ি কিনতে গিয়েছিলেন তেজস্বী (Tejasswi Prakash Boyfriend Karan Kundrra) ৷

বিলাসবহুল অডি কিউ 7-এর মালিক হলেন তেজস্বী

আরও পড়ুন : 'পিকে' ছবির পর ফের একবার একসঙ্গে রণবীর-আমির

তবে সেখানেও অবশ্য পাপারাজ্জির হাত থেকে রেহাই পাননি অভিনেত্রী ৷ শোরুম থেকে বেরোতে না বেরোতেই ক্যামেরা বন্দি হন তাঁরা ৷ শোরুম থেকে বেরোনোর আগে অবশ্য বেশ কিছু রীতিও পালন করেন অভিনেত্রী ৷ হিন্দু রীতি মেনে নারকেল ফাটিয়ে শুরু হয় নতুন যাত্রা ৷

Last Updated : Apr 7, 2022, 7:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details