পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Gadkari Teaser: মোদি-মনমোহনের পর নীতিন গড়কড়ির জীবন এবার সেলুলয়েডে! প্রকাশ্যে টিজার

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী উঠে এসেছে ছবির পর্দায় ৷ এবার দর্শক সাক্ষী থাকবেন আরও এক রাজনীতিবিদের জীবনী পর্দায় দেখার জন্য ৷ প্রকাশ্য 'গড়কড়ি' টিজার ৷ কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রী নীতিন গড়কড়ির জীবনী এবার সেলুলয়েডের পর্দায় ৷

Gadkari Teaser
প্রকাশ্যে 'গড়কড়ি' টিজার

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 4:04 PM IST

হায়দরবাদ, 9 অক্টোবর: তিনি নীতিন গড়কড়ি ৷ কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রী হলেও রাজনীতির অঙ্গনে তাঁর কিছু নিজস্বতার পরিচয় পাওয়া যায় ৷ তিনি নাকি, মাঝরাতে একাই বেরিয়ে পড়েন বড়াপাও খেতে ৷ বিজেপিতে বাজপেয়ী জমানার মতোই মোদি জমানাতেও নিজের প্রাসঙ্গিকতা যে মুষ্টিমেয় কয়েকজন নেতা ধরে রাখতে পেরেছেন নীতিন গড়কড়ি তাঁদের মধ্যে অনঅ্যতম ৷ এহেন বর্ণময় রাজনৈতিক নেতার ততধিক রঙিন কর্মজীবন উঠে আসবে বড় পর্দায় ৷ প্রকাশ্যে 'গড়কড়ি' ছবির টিজার ৷

সিনে সমালোচক তরণ আদর্শ সোশাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করেছেন ৷ অনুরাগ রঞ্জন ভুসারি পরিচালিত এই ছবি মুক্তি পাবে 27 অক্টোবর ৷ তবে টিজারে খুব বেশি কিছু প্রকাশ্যে আনা হয়নি ৷ অবশ্য পরিচালকের তরফে জানানো হয়েছে ভারতের অন্যতম রাজনীতিবিদের জীবনী তুলে ধরার ক্ষেত্রে অনেক নতুন কিছু জানতে পারবেন দর্শকরা ৷ রাজনীতিবিদের ব্যক্তিগত জীবন, কর্মজীবন সিনেপর্দায় পাবে অন্যমাত্রা ৷

পরিচালক অনুরাগ রাজন ভূসারি জানিয়েছেন, রাজনীতিতে নীতিন গড়কড়ি অনবদ্য এক চরিত্র ৷ ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর আমি বিভিন্নজনের থেকে প্রচুর ফোন পেয়েছি ৷ সকলেই জানতে চেয়েছেন প্রখ্যাত ও প্রবীণ রাজনীতিবিদের চরিত্রে কাকে দেখা যাবে ৷ তবে খুব শীঘ্রই সেই কৌতুহলের অবসান হবে ৷ একজন আন্দোলনকারী থেকে ক্যাবিনেট মন্ত্রী হওয়ার যে জার্নি তিনি তৈরি করেছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক ৷ শুধু তাই নয়, তাঁর ব্যক্তিগত জীবনও বেশ আকর্ষণের ৷ খুব শীঘ্রই সব প্রশ্নের উত্তর পাওয় যাবে ৷" ছবিটি প্রযোজনা করছেন অক্ষয় আনন্ত দেশমুখ ৷ গড়কড়ি ছবিটি মারাঠি ভাষায় মুক্তি পাবে 27 অক্টোবর ৷

এর আগেও রজনীতিবিদদের জীবনী উঠে এসেছে সেলুলয়েডের পর্দায় ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-য়ের জীবনী নিয়ে পর্দায় তৈরি হয়েছে 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ৷ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের ৷ অন্যদিকে, উমঙ্গ কুমার পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী উঠে আসে পর্দায় ৷ মুখ্যচরিত্রে অভিনয় করেন বিবেক ওবেরয় ৷ এছাড়াও বিজেপির অন্যতম স্টলওয়ার্ট তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনীও উঠে আসছে পর্দায় ৷ নাম ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে ৷

আরও পড়ুন: বুসান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা এশিয়ান সিরিজ 'স্কুপ', অভিনেত্রীর শিরোপা করিশ্মার

ABOUT THE AUTHOR

...view details