পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'নির্ভীক আগুনের গোলা', জন্মদিনে দীপিকাকে ভিডিয়ো উপহার টিম ফাইটারের

Deepika Padukone's birthday: দীপিকা পাড়ুকোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাল টিম ফাইটার ৷ এই ছবির পর্দার পেছনের কিছু সময়ের ভিডিয়ো আজ পোস্ট করেছেন ফাইটারের নির্মাতারা ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 2:18 PM IST

হায়দরাবাদ, 5 জানুয়ারি:আজ বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোনের 38তম জন্মদিন ৷ আর এই বিশেষ দিনে তাঁকে বিশেষ উপহার দিলেন তাঁর আসন্ন ছবি ফাইটারের নির্মাতারা ৷ টিম ফাইটার আজ একটি আকর্ষক ভিডিয়ো শেয়ার করেছে ৷ সেই ভিডিয়োয় ফিল্মের পর্দার পেছনের কিছু আনন্দদায়ক মুহূর্ত রয়েছে, যার প্রতিটি সিকোয়েন্স দীপিকার ব্যক্তিত্বের একটি অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেছে । ভিডিয়োয়ে দীপিকার সৌন্দর্য, সংক্রামক হাসি এবং তার মজাদার দিকটি প্রকাশ পেয়েছে ৷ প্রায়শই তাঁকে সেটের চারপাশে বকাঝকা করতে দেখা যায় ৷

ফাইটারের নির্মাতা মারফ্লিক্স পিকচার্স একটি মন ছোঁয়া ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোনের জন্মদিন উদযাপন করেছে । ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে, "নির্ভীক, আগুনের গোলা যাঁর হৃদয় ফাইটারের ৷ শুভ জন্মদিন, দীপিকা পাড়ুকোন !"

এরিয়াল অ্যাকশন-প্যাকড থ্রিলার ফাইটারে দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন । এয়ার ড্রাগন ইউনিটে স্কোয়াড্রন পাইলট হিসাবে তাঁর চরিত্র বীরত্বের কাহিনি তুলে ধরেছে । এই চরিত্রে হেলিকপ্টার পাইলট হিসাবে আত্মপ্রকাশ করছেন দীপিকা ৷ সব বাধা পেরিয়ে নিজের অভিনয় দক্ষতা আরও একবার প্রমাণ করেছেন তিনি ৷ এই ছবিতে দীপিকার চরিত্র মিনাল দৃঢ়তা, সংকল্প এবং একজন যোদ্ধার অদম্য চেতনার প্রতীক ।

ফাইটার জন্য প্রচারে কোনও খামতি রাখেনি নির্মাতারা ৷ টিজার থেকে শুরু করে 'শের খুল গয়ে' এবং 'ইশক জাইসা কুছ'-এর মতো গানে ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বলি ডিভা ৷ ছবিটির মুক্তির তারিখ যতই কাছে আসছে, ভক্তরা ফাইটার ট্রেলারের লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৷ এই ছবিতে প্রথম হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা ৷ সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত ফাইটারে হৃতিক রোশন এবং অনিল কাপুরও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন । এরিয়াল অ্যাকশন থ্রিলারটি 2024 সালের 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷

ফাইটার ছাড়াও, দীপিকা প্রভাসের বিপরীতে সাই-ফাই অ্যাকশন ফিল্ম কলকি 2898 এডিতেও অভিনয় করবেন । অভিনেতা রোহিত শেঠির আসন্ন ছবি সিংঘম এগেইনেও দেখা যাবে তাঁকে ৷ এছাড়াও হলিউড ফিল্ম 'দ্য ইন্টার্ন'-এর হিন্দি সংস্করণের শিরোনাম ঠিক করা ও প্রযোজনার কাজ করবেন দীপিকা । তাঁর হোম প্রোডাকশনেও মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে ।

আরও পড়ুন:

  1. 'অসুর বলে ডাকতেন পঞ্চমদা', রাহুল দেব বর্মণের প্রয়াণ দিবসে স্মৃতিচারণায় প্রভাত রায়
  2. দক্ষিণের 'নতুন পার্ক স্ট্রিট' পাটুলি ঝিলপাড়, বছরের শুরুতেই উপচে পড়ল ভিড়
  3. আমির-কন্যার বিয়েতে এক ফ্রেমে গোটা পরিবার, খোশমেজাজে কিরণও; দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details