হায়দরাবাদ, 5 জানুয়ারি:আজ বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোনের 38তম জন্মদিন ৷ আর এই বিশেষ দিনে তাঁকে বিশেষ উপহার দিলেন তাঁর আসন্ন ছবি ফাইটারের নির্মাতারা ৷ টিম ফাইটার আজ একটি আকর্ষক ভিডিয়ো শেয়ার করেছে ৷ সেই ভিডিয়োয় ফিল্মের পর্দার পেছনের কিছু আনন্দদায়ক মুহূর্ত রয়েছে, যার প্রতিটি সিকোয়েন্স দীপিকার ব্যক্তিত্বের একটি অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেছে । ভিডিয়োয়ে দীপিকার সৌন্দর্য, সংক্রামক হাসি এবং তার মজাদার দিকটি প্রকাশ পেয়েছে ৷ প্রায়শই তাঁকে সেটের চারপাশে বকাঝকা করতে দেখা যায় ৷
ফাইটারের নির্মাতা মারফ্লিক্স পিকচার্স একটি মন ছোঁয়া ভিডিয়ো শেয়ার করে ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোনের জন্মদিন উদযাপন করেছে । ভিডিয়োটির ক্যাপশনে লেখা আছে, "নির্ভীক, আগুনের গোলা যাঁর হৃদয় ফাইটারের ৷ শুভ জন্মদিন, দীপিকা পাড়ুকোন !"
এরিয়াল অ্যাকশন-প্যাকড থ্রিলার ফাইটারে দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন । এয়ার ড্রাগন ইউনিটে স্কোয়াড্রন পাইলট হিসাবে তাঁর চরিত্র বীরত্বের কাহিনি তুলে ধরেছে । এই চরিত্রে হেলিকপ্টার পাইলট হিসাবে আত্মপ্রকাশ করছেন দীপিকা ৷ সব বাধা পেরিয়ে নিজের অভিনয় দক্ষতা আরও একবার প্রমাণ করেছেন তিনি ৷ এই ছবিতে দীপিকার চরিত্র মিনাল দৃঢ়তা, সংকল্প এবং একজন যোদ্ধার অদম্য চেতনার প্রতীক ।