পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nandamuri Tarakaratna Passes Away: প্রয়াত তেলুগু অভিনেতা তথা টিডিপি নেতা নন্দমুরি তর্করত্ন - তেলুগু অভিনেতা নন্দমুরি তর্করত্ন

থেমে গেল 23 দিনের লড়াই ৷ প্রয়াত হলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা নন্দমুরি তর্করত্ন ৷ গত 27 জানুয়ারি অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় একটি পদযাত্রায় আচমকাই অজ্ঞান হয়ে যান অভিনেতা তথা টিডিপি নেতা তর্করত্ন। জানা যায় হৃদরোগে আক্রন্ত হয়েছিলেন তিনি। তারপর থেকেই হাসপাতালে ভরতি ছিলেন । এরপর শনিবার রাতে প্রয়াত হন তিনি (Nandamuri Tarakaratna No More) ৷

Nandamuri Tarakaratna Passes Away
নন্দমুরি তর্করত্ন

By

Published : Feb 19, 2023, 8:02 AM IST

বেঙ্গালুরু, 19 ফেব্রুয়ারি: বিনোদন জগতে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় তেলুগু অভিনেতা তথা টিডিপি নেতা নন্দমুরি তর্করত্ন। টানা 23 দিন লড়াইয়ের পর অবশেষে গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছু দিন ধরেই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক ছিল বলে জানা গিয়েছে ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে ভরতি ছিলেন বেঙ্গালুরুর নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে। সেখানেই শনিবার জীবনাবসান হয় শিল্পীর (Nandamuri Tarakaratna Death)।

গত 27 জানুয়ারি অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় একটি রাজনৈতিক পদযাত্রার আয়োজন করেন তর্করত্নের এক ভাই নারা লোকেশ। সেই পদযাত্রায় আচমকাই জ্ঞান হারান তর্করত্ন। জানা যায় হৃদরোগে আক্রন্ত হয়েছিলেন তিনি। প্রথমে তাঁকে ঘটনাস্থলে পিসিআর দেওয়া হয় ৷ গুরুত্বর অসুস্থ অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চলে প্রাথমিক চিকিৎসা। পরে অবস্থা আরও বেগতিক হওয়ায় বেঙ্গালুরুর নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ বেঙ্গালুরুর নারায়ণ হৃদয়ালয় হাসপাতালেই চলে 23 দিনের জীবন-মৃত্যু লড়াই।

কয়েকদিন আগে হাসপাতাল অতিরিক্ত সাহায্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কয়েকজন হৃদরোগ বিশেষজ্ঞকে নিয়ে আসা হয়েছিল। অ্যাঞ্জিওপ্লাস্টি, ইন্ট্রা অ্যাওর্টিক বেলুন পাম্প এবং ভাসোঅ্যাকটিভ সাপোর্ট-এর মতো অত্যাধুনিক পদ্ধতিতে চলে তাঁর চিকিৎসা। অবশেষে শনিবার রাতে ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যার্থ করে না-ফেরার দেশে চলে যান অভিনেতা তথা টিডিপি নেতা। নন্দমুরি তর্করত্ন'র বাবা নন্দমুরি মোহন কৃষ্ণ টলিউডের একজন নামকরা সিনেমাটোগ্রাফার। নন্দমুরি তর্করত্ন ছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাওয়ের নাতি ৷ পাশাপাশি ছিলেন অন্ধ্রপ্রদেশের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জামাই ৷

আরও পড়ুন:প্রয়াত মির্জাপুর খ্যাত প্রবীণ অভিনেতা শাহনওয়াজ প্রধান

তর্করত্ন 2002 সালে কে রাঘবেন্দ্র রাও-এর পরিচালনায় 'ওকাতো নম্বর কুরাডু' দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। প্রায় এক ডজন সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। তিনি বিয়ে করেছিলেন আলেখ্যা রেড্ডিকে ৷ তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর ৷ পাশাপাশি তাঁকে শোকজ্ঞাপন করেছেন অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি ৷ এছাড়াও চলচ্চিত্র জগতের তরফ থেকেও তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details