পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tathagata on Bhotbhoti: 'নোংরামোটার কথা এতদিন শুনেছি আজ দেখছি', 'ভটভটি' আশানুরূপ হল না পাওয়ায় ক্ষুব্ধ তথাগত - নোংরামোটার কথা এতদিন শুনেছি আজ দেখছি ভটভটি আশানুরূপ হল না পাওয়ায় ক্ষুব্ধ তথাগত

11 অগস্ট মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'ভটভটি'। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি সেই অর্থে পেল না হল কিংবা শো টাইম । এই নিয়েই সরাসরি ক্ষোভ উগরে দিলেন পরিচালক (Tathagata on Bhotbhoti Not Getting Halls)৷

Tathagata on Bhotbhoti
'নোংরামোটার কথা এতদিন শুনেছি আজ দেখছি', 'ভটভটি' আশানুরূপ হল না পাওয়ায় ক্ষুব্ধ তথাগত

By

Published : Aug 10, 2022, 10:31 AM IST

কলকাতা, 10 অগস্ট: 11 অগস্ট মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'ভটভটি'। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে উঠে আসবে এক বস্তির দৈনন্দিন জীবনের নানা রং। থাকবে ভালবাসার অনুরণন। থাকবে জলপরীর অস্তিত্ব। ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ অনেক বড় স্টারকাস্ট নিয়ে তৈরি হয়েছে এই ছবি। শ্যুটিং হয়েছে জলের তলাতেও । বৈচিত্রে ভরপুর এই ছবি সেই অর্থে পেল না হল কিংবা শো টাইম । এমনটাই সামাজিক মাধ্যমে জানিয়েছেন পরিচালক তথাগত (Tathagata on Bhotbhoti Not Getting Halls) ।

এদিন সামাজিক মাধ্যমে পরিচালক তথাগত মুখোপাধ্যায় যা লিখেছেন তা এরকম, "অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে সবকটা সিনেমার । এখনও অবধি কলকাতায় 'ভটভটি' পেয়েছে মাত্র ন'টা হল, এবং একটা করে শো । 'ভটভটি' শো-এর অভাবে ধুঁকছে। আপনারা যাঁরা 'ভটভটি' দেখার অপেক্ষা করছিলেন জানি না তাঁরা কিভাবে 'ভটভটি' দেখবেন। কারণ অজানা কারণে হল মালিকরা ভটভটির শো দিচ্ছেন না অথবা শেষ মুহূর্তে একটা করে শো দিচ্ছেন । প্রমাণিত বাংলা সিনেমা গুণগত মানের বিচারে, দর্শকদের চাহিদার ওপর নির্ভর করে কলকাতার হলে শো পায় না । কাল আরও বেশি করে বোঝা যাবে কিসের ওপর কলকাতার হলে শো পাওয়া নির্ধারণ করা হয়!!!...."

11 অগস্ট মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'ভটভটি'

এই ব্যাপারে তথাগতর মতামত জানতে চাইলে তিনি ইটিভি ভারতকে তিনি বলেন, "এটুকুই বলার এটা অনভিপ্রেত । যে নোংরামোটার কথা এতদিন শুনেছি সেটা আজ হতে দেখছি । এটা একটা গোপন আঁতাত । ভয়ঙ্কর পলিটিক্স চলছে যেটা বাংলা সিনেমার আরও ক্ষতি করবে । মানুষ আরও সিনেমা হলে যাবে না । বাংলা সিনেমাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং 'ভটভটি' ঘিরে মানুষের এত প্রত্যাশা থাকা সত্তেও এরকম হওয়াটা প্রমাণ করে দিল কতটা নিম্নরুচির পরিবেশের সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রি কাজ করছে । এর পিছনে যারা আছে তাদের মুখোশ আমি আজ না হোক কাল খুলব ।"

আরও পড়ুন:কবিগুরুকে বিশেষ শ্রদ্ধা, বাইশে শ্রাবণের আবহে মুক্তি পেল 'কলকাতা চলন্তিকা'র প্রথম গান

এই ছবিতে নাচ, গান, প্রেম সবই আছে কিন্তু অনেকটা অন্য ঢঙে । যে ঢং সচরাচর বাংলা ছবিতে চোখে পড়ে না । এই ছবিতে গানের পাশাপাশি শোনা যাবে র‍্যাপ । তিন বছর আগে নির্মিত এই ছবি কোভিডের কারণে আটকে পড়েছিল । আর এবার মুক্তির দিন স্থির হওয়ার পর আশানুরূপ হল এবং শো টাইম মিলছে না । অপেক্ষা আজ বুধবারের জন্য । আজ শেষ অবধি ক'টা হল আর শো টাইম কখন পাওয়া যায় সেদিকে তাকিয়ে ছবির কুশীলবদের পাশাপাশি দর্শকও ।

ABOUT THE AUTHOR

...view details