কলকাতা, 10 অগস্ট: 11 অগস্ট মুক্তি পেতে চলেছে বাংলা ছবি 'ভটভটি'। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে উঠে আসবে এক বস্তির দৈনন্দিন জীবনের নানা রং। থাকবে ভালবাসার অনুরণন। থাকবে জলপরীর অস্তিত্ব। ঋষভ বসু, বিবৃতি চট্টোপাধ্যায়, তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ অনেক বড় স্টারকাস্ট নিয়ে তৈরি হয়েছে এই ছবি। শ্যুটিং হয়েছে জলের তলাতেও । বৈচিত্রে ভরপুর এই ছবি সেই অর্থে পেল না হল কিংবা শো টাইম । এমনটাই সামাজিক মাধ্যমে জানিয়েছেন পরিচালক তথাগত (Tathagata on Bhotbhoti Not Getting Halls) ।
এদিন সামাজিক মাধ্যমে পরিচালক তথাগত মুখোপাধ্যায় যা লিখেছেন তা এরকম, "অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে সবকটা সিনেমার । এখনও অবধি কলকাতায় 'ভটভটি' পেয়েছে মাত্র ন'টা হল, এবং একটা করে শো । 'ভটভটি' শো-এর অভাবে ধুঁকছে। আপনারা যাঁরা 'ভটভটি' দেখার অপেক্ষা করছিলেন জানি না তাঁরা কিভাবে 'ভটভটি' দেখবেন। কারণ অজানা কারণে হল মালিকরা ভটভটির শো দিচ্ছেন না অথবা শেষ মুহূর্তে একটা করে শো দিচ্ছেন । প্রমাণিত বাংলা সিনেমা গুণগত মানের বিচারে, দর্শকদের চাহিদার ওপর নির্ভর করে কলকাতার হলে শো পায় না । কাল আরও বেশি করে বোঝা যাবে কিসের ওপর কলকাতার হলে শো পাওয়া নির্ধারণ করা হয়!!!...."