হায়দরাবাদ, 15 জুন:আগামী 16 জুন পর্দায় আসতে চলেছে ওম রাউতের নতুন প্যান ইন্ডিয়া ছবি 'আদিপুরুষ' ৷ 'রামায়ণ'-এর কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে প্রভাস রয়েছেন রামচন্দ্রের ভূমিকায় ৷ অন্য়দিকে সীতা মায়ের চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ছবির অ্য়াডভান্স বুকিং ৷ ছবির টিজার এবং ট্রেলার মুক্তির পর অভিনেতাদের লুক, সংলাপ, ছবির ভিএফএক্স নিয়ে আলোচনা কম হয়নি ৷ তবে এই বিতর্কিত ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্য়ান যা, তাতে এই ছবি পৌঁছে যেতে পারে 'পাঠান'-এর কাছাকাছি ৷ কারণ যশের 'কেজিএফ 2'-কে ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছে 'আদিপুরুষ' ৷
করোনার পর থেকে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ অগ্রিম টিকিট বুকিংয়ের রেকর্ড রয়েছে কিং খানের 'পাঠান'-এর নামে ৷ এই ছবির হাত ধরেই বেশ কয়েক বছরের বিরতির পর পর্দায় কামব্যাক করেছিলেন বলিউডের বাদশাহ ৷ আর তাঁর সেই কামব্যাক যে মনে রাখার মতো তা বলাই বাহুল্য ৷ শাহরুখের ছবির টিকিট অগ্রিম বুক করেছিলেন 5.56 লক্ষ অনুরাগী ৷ সেই দিনই দক্ষিণী সুপারস্টার যশের 'কেজিএফ-2' ছবির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন এসআরকে ৷ যশের ছবির অ্য়াডভান্স বুকিং পরিসংখ্যান কি বলছে? রিপোর্ট বলছে ছবি দেখার জন্য আগে থেকে টিকিট বুক করে রেখেছিলেন প্রায় 5.15 লক্ষ মানুষ ৷