পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Adipurush Advance Booking: অগ্রিম বুকিংয়ে কেজিএফ 2'কে পিছনে ফেলল আদিপুরুষ, সামনে কেবল পাঠান - পাঠান কেজিএফ 2কে টক্কর দেবে আদিপুরুষ

অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে শাহরুখের 'পাঠান' এবং যশের 'কেজিএফ 2' ছবিকেও টেক্কা দিতে পারবে কী 'আদিপুরুষ'? ইতিমধ্যেই বেশ জমে উঠেছে টক্কর ৷

Adipurush Advance booking report
আদিপুরুষের অ্যাডভান্স বুকিং রিপোর্ট

By

Published : Jun 15, 2023, 9:31 PM IST

হায়দরাবাদ, 15 জুন:আগামী 16 জুন পর্দায় আসতে চলেছে ওম রাউতের নতুন প্যান ইন্ডিয়া ছবি 'আদিপুরুষ' ৷ 'রামায়ণ'-এর কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে প্রভাস রয়েছেন রামচন্দ্রের ভূমিকায় ৷ অন্য়দিকে সীতা মায়ের চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ছবির অ্য়াডভান্স বুকিং ৷ ছবির টিজার এবং ট্রেলার মুক্তির পর অভিনেতাদের লুক, সংলাপ, ছবির ভিএফএক্স নিয়ে আলোচনা কম হয়নি ৷ তবে এই বিতর্কিত ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্য়ান যা, তাতে এই ছবি পৌঁছে যেতে পারে 'পাঠান'-এর কাছাকাছি ৷ কারণ যশের 'কেজিএফ 2'-কে ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছে 'আদিপুরুষ' ৷

করোনার পর থেকে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ অগ্রিম টিকিট বুকিংয়ের রেকর্ড রয়েছে কিং খানের 'পাঠান'-এর নামে ৷ এই ছবির হাত ধরেই বেশ কয়েক বছরের বিরতির পর পর্দায় কামব্যাক করেছিলেন বলিউডের বাদশাহ ৷ আর তাঁর সেই কামব্যাক যে মনে রাখার মতো তা বলাই বাহুল্য ৷ শাহরুখের ছবির টিকিট অগ্রিম বুক করেছিলেন 5.56 লক্ষ অনুরাগী ৷ সেই দিনই দক্ষিণী সুপারস্টার যশের 'কেজিএফ-2' ছবির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন এসআরকে ৷ যশের ছবির অ্য়াডভান্স বুকিং পরিসংখ্যান কি বলছে? রিপোর্ট বলছে ছবি দেখার জন্য আগে থেকে টিকিট বুক করে রেখেছিলেন প্রায় 5.15 লক্ষ মানুষ ৷

এবার আসা যাক 'আদিপুরুষ' ছবির অ্য়াডভান্স বুকিংয়ে পরিসংখ্যানে ৷ চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শের রিপোর্ট বলছে শুধুমাত্র ন্যাশনাল চেইনে অর্থাৎ পিভিআর এবং আইনক্সের পরিসংখ্য়ান অনুযায়ী ছবির 5,47,240 টিকিট ইতিমধ্য়েই বিক্রি হয়ে গিয়েছে ৷ এখন এই ছবির সামনে শুধু শাহরুখের 'পাঠান' ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামিকাল অর্থাৎ, শুক্রবার ৷

আরও পড়ুন:সানি দেওলের সঙ্গে আত্মীয়তায় বাঁধা পড়লেন অনীক দত্ত, সূত্রধর ভাইঝি দৃশা

আর তরণ আদর্শের মতো সিনেক সমালোচক এও জানিয়েছেন, বক্স অফিসে সুনামি আসতে চলেছে এই ছবির হাত ধরে ৷ সুনামি আসবে কি না তার জন্য অবশ্য় অপেক্ষা ছাড়া গতি নেই ৷ তবে এই ছবিতে প্রভাস-কৃতি ছাড়াও রয়েছেন সইফ আলি খান, সানি সিং, দেবদত্ত নাগের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷

ABOUT THE AUTHOR

...view details