চেন্নাই, 19 সেপ্টেম্বর: একের পর এক মৃত্যুর খবর ৷ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেতা বাবু মঙ্গলবার প্রয়াত হয়েছেন ৷ 30 বছর তিনি কোমায় আচ্ছন্ন ছিলেন ৷ তাঁর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনুরাগীরা। শোকস্তব্ধ কলিউডও ৷ চলতি বছরের মে মাসে তামিল এবং তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা-পরিচালক শরৎ বাবু প্রয়াত হন ৷ তার ঠিক আগেই প্রযোজক মনোবালার আকস্মিক মৃত্যু হয়।
কে এই বাবু: অভিনেতা বাবু, যিনি 1990-এর দশকে খ্যাতি অর্জন করেছিলেন ৷ বিখ্যাত পরিচালক ভারতীরাজের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে যোগদানও করেছিলেন তিনি। ভারতীরাজ তাঁকে 'এন উয়ির থোজান' (1990) ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার সুয়োগ দেন। ব্যস! তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি ৷ ছবিটি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া ফেলে ৷ এই সাফল্যের পরে, বাবু ভক্তদের কাছ থেকে প্রিয় উপাধি 'আমার জীবনসঙ্গী বাবু' অর্জন করেন। তিনি পরবর্তীকালে 'পেরুম পুলি (1991),' 'থায়াম্মা (1991),' এবং 'পোন্নুকু শেঠি ভানথাচু (1991)'-র মতো সিনেমার মাধ্যমে গ্রামীণ গল্পের উপরে গড়ে ওঠা কাহিনিতে নিজেকে উৎসর্গ করেন। যখন তিনি কলিউডে একজন প্রতিশ্রুতিমান অভিনেতা হিসাবে অগ্রসর হচ্ছিলেন, তখন এক সিদ্ধান্ত তাঁর জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়।