চেন্নাই, 28 ডিসেম্বর: প্রয়াত অভিনেতা তথা ডিএমডিকের নেতা বিজয়কান্ত ৷ বৃহস্পতিবার 71 বছর বয়সি প্রবীণ নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ৷ প্রবীণ এই নেতা হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে ৷ শেষমেশ চিরঘুমের দেশে পাড়ি দেন 'ক্যাপ্টেন প্রভাকরন' ছবির তারকা ৷ শোক প্রকাশ করেনছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দক্ষিণী তারকা বিজয় ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করে বলেন, "বিজয়কান্তের আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত৷ তামিলনাড়ু ছবির জগতে তিনি অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নেন ৷ রাজনৈতিক নেতা হিসাবে সর্বসাধারণের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন ৷ তাঁর শূন্যস্থান কখনও পূরণ হবে না ৷ তাঁর সঙ্গে আমার সাক্ষাৎকার আজও মনে রয়েছে ৷ তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷"
দক্ষিণী তারকা বিজয় সোশাল মিডিয়ায় কান্নায় ভেঙে পড়েন ৷ তিনি বলেন, "আমার খারাপ লাগছে এই সময়ে আমি সশরীরী উপস্থিত থাকতে পারলাম না ৷ আমি তাঁর কাছ থেকে শিখেছি অনেক কিছু ৷ আমি সর্বসাধারণের সেবা তোমার দেখানো পথেই করে যাব ৷ ভগবান কেন ভালো মানুষদের এত তাড়াতাড়ি টেনে নেন ? আমি তাঁর আত্মার সান্তি কামনা করি ৷"
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, "20 নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজয়কান্ত ৷ তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছিল ৷ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও 28 ডিসেম্বর সকালে প্রয়াত হয়েছেন অভিনেতা-ডিএমডিকে নেতা বিজয়কান্ত ৷" তামিলনাড়ুর রাজনৈতিক ও অভিনেতার জগতে যথেষ্ট পরিচিত নাম বিজয়কান্ত৷ তাঁর মৃত্যুতে নেমেছে শোকের ছায়া ৷
বিজয়কান্তের রাজনৈতির পরসরের দিকে নজর দিলে জানা যায়, তিনি 2011-16 তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন ৷ অন্যদিকে, তিনি দেশীয় মুরপোক্কু দ্রাভিড়া কাজহাগাম (ডিএমডিকে) দলের প্রতিষ্ঠা করেছিলেন ৷ রাজনীতিতে প্রবেশ করার আগে তিনি কেরিয়ারের অনেকটা সময় দিয়েছেন সিনেমা জগতে ৷ প্রায় 154টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ পাশাপাশি প্রযোজক-পরিচালক হিসেবেও জনপ্রিয়তা পান তামিল ফিল্ম ইন্ডাষ্ট্রিতে ৷