হায়দরাবাদ, 27 জুন: অভিনেতা-অভিনেত্রীদের মাঝে মাঝেই সামলাতে হয় ফ্যানেদের নানান বায়না ৷ কেউ চান ছবি তুলতে কেউ বা চান অটোগ্রাফ ৷ কারও আবার চাই তাঁর প্রিয় নায়ক নায়িকার একটু সান্নিধ্য ৷ কিন্তু কখনও কখনও ফ্যানেদের কর্মকাণ্ডও আবেগী করে তোলে নায়িকা নায়িকাদের ৷ এবার একই পরিস্থিতির মুখোমুখি হলেন তমন্না ভাটিয়াও ৷ মুম্বইয়ে বিমানবন্দরে একজন ফ্যানের কাণ্ড দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না নায়িকা ৷ মঙ্গলবার একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়োটি ৷
বাদামী রঙের ব্লেজার আর ম্যাচিং ট্রাউজারে এদিন বিমানবন্দরে পা রাখেন অভিনেত্রী ৷ ভিডিয়ো দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তমন্নাকে পা ছুঁয়ে প্রণাম করছেন এক মহিলা অনুরাগী ৷ এরপর অপ্রস্তুত অভিনেত্রী বুকে টেনে নেন তাঁকে ৷ এখানেই শেষ নয় তমন্নাকে তিনি দেখান তাঁর বাহুতেও রয়েছে তমন্নার প্রতিকৃতি ৷ আর সেই ট্যাটুর নীচে লেখা, 'ভালোবাসা তমন্না' ৷ অভিনেত্রীকে এদিন একটি ফুলের তোড়া এবং একটি কার্ডও উপহার দেন ওই মহিলা ৷