কলকাতা, 27 মে :সামনে এল কল্যাণ সরকার পরিচালিত 'টাকার রং কালো' ছবির ট্রেলার এবং গান । অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির প্রায় সকল কুশীলবরাই । তবে এদিনের সন্ধ্যায় সকলের আকর্ষণ কাড়লেন গায়ক কুমার শানু । সাহিত্যিক সুনীল চক্রবর্তীর প্রখ্যাত 'সমনামী' নাটক থেকে নেওয়া হয়েছে এই ছবির গল্প । ছবির চিত্রনাট্য লিখেছেন সুনীল চক্রবর্তীর পুত্র পার্থ চক্রবর্তী ।
এক প্রতিপত্তিশালী অসাধু ব্যবসায়ীর টাকার প্রতি প্রবল লোভ এবং সেই অর্থ চুরি হওয়ার পর তার পারিপার্শ্বিক ঘটনার যে স্রোত শুরু হয় তাই এই হাস্য রসে ঠাসা ছবির মূল উপজীব্য। সমাজের অনেক গভীর সত্যি এই ছবিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে এমনটাই জানিয়েছেন পরিচালক । ট্রেলার এবং গান নিয়েও আশাবাদী তিনি । মেসার্স প্রশান্ত সাহানা নিবেদিত, বিলাস ফাউন্ডেশন প্রযোজিত, কল্যাণ সরকারের হাস্য রসের ছবি 'টাকার রং কালো'র ট্রেলার এবং মিউজিক লঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গীত শিল্পী কুমার শানু, সঙ্গীত পরিচালক অশোক ভদ্র, অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, দেবাশিস গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে ।