পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tabu New Project: কবে আসছে টাব্বুর নতুন ছবি 'খুফিয়া'? - বিশাল ভরদ্বাজের নতুন প্রজেক্ট

Khufiya is Coming Soon: ওটিটিতে মুক্তি পেতে চলেছে টাব্বুর নতুন ছবি 'খুফিয়া' ৷ বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হতে চলেছে এই ছবির কাহিনি ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে বিশাল ভরদ্বাজ ৷ টাব্বু ছাড়াও ছবিতে রয়েছেন আশিষ বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বির মতো শিল্পীরা ৷

Pic Tabu Instagram
কবে আসছে খুফিয়া

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 7:44 PM IST

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: ওটিটিতে মুক্তি পেতে চলেছে পরিচালক বিশাল ভরদ্বাজের নতুন প্রজেক্ট 'খুফিয়া' ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ কিন্তু ছবির কাহিনি নিয়ে অনুরাগীদের আর কিছুই জানতে দেননি নির্মাতারা ৷ শুধু এটুকুই জানানো হয়েছিল এই প্রজেক্টে জুটি বাঁধতে চলেছেন আলি ফজল, টাব্বু, আশিষ বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বির মতো শিল্পীরা ৷ বৃহস্পতিবার অবশ্য় সামনে এল আরেকটি তথ্য ৷ এবার সামনে এল ছবির মুক্তির দিনক্ষণ ৷

টাব্বু এদিন নিজেই শেয়ার করেছেন একটি সুন্দর ভিডিয়ো ৷ ভিডিয়োতে দেখানো হয় সিসি টিভি অপারেটের ঘরে দাঁড়িয়ে রয়েছেন টাব্বু ৷ আর ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি যাঁর মুখ দেখা যাচ্ছে না তিনি কোনও একটি ডকুমেন্ট জেরক্স করার চেষ্টা করছেন ৷ আর তারপর দেখানো হয় মেশিন থেকে বের হওয়া কাগজটিতেই লেখা আছে ছবির মুক্তির তারিখ ৷

এই ভিডিয়োটি শেয়ার করে টাব্বু লিখেছেন, "কিছু গোপন বিষয় গোপন থাকাই ভালো তবে এটা নয় ৷" কবে মুক্তি পেতে চলেছে এই ছবি? জানা গিয়েছে আগামী 5 অক্টোবর ওটিটিতে হাজির হতে চলেছে টাবুর এই নতুন ছবি ৷ যেভাবে ঘটনাগুলি সাজানো হয়েছে তাতে বোঝাই গিয়েছে আবারও একটি রোমাঞ্চকর ছবির জন্য়ই প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী ৷

আরও পড়ুন:'শুধু তিনিই পারেন', 'জওয়ান' শাহরুখকে দেখে অভিভূত করণ

আরও একটি তথ্য এদিন সামনে এনেছেন নির্মাতারা ৷ জানা গিয়েছে 'খুফিয়া' কোনও কল্পনা রঙে মোড়া থ্রিলার নয় ৷ এর পিছনে রয়েছে একটি বাস্তব কাহিনি ৷ কাউন্টার এস্পায়োনেজ ইউনিটের প্রধান অমর ভূষণের লেখা একটি বই থেকে নেওয়া হয়েছে ছবির গল্প ৷ অর্থাৎ বোঝাই যায় গুপ্তচর এবং রহস্যের গন্ধ ভরপুর থাকবে এই ছবিতে ৷ বাকিটা জানতে হলে অবশ্য় অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন ৷ ছবির প্রযোজনার দায়িত্ব পালন করেছে ভিবি পিকচার্স ৷ আর কাহিনি লিখেছেন, রোশন নারুলা, অমর ভূষণ এবং বিশাল ভরদ্বাজ ৷

ABOUT THE AUTHOR

...view details