পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film The Crew: এক পর্দায় টাব্বু-করিনা-কৃতি, আসছে 'দ্য ক্রু' - New Film The Crew

টাব্বু, করিনা কাপুর খান এবং কৃতি স্য়াননের জুটি এবার আসতে চলেছে বড় পর্দায় ৷ ছবির নাম 'দ্য ক্রু' (New Film The Crew )৷

New Film The Crew
এক পর্দায় টাব্বু-করিনা-কৃতি, আসছে 'দ্য ক্রু'

By

Published : Nov 9, 2022, 12:43 PM IST

মুম্বই, 9 নভেম্বর:ক্যাটরিনা, প্রিয়াঙ্কা এবং আলিয়ার জুটিকে পর্দায় দেখার জন্য যখন মুখিয়ে আছেন দর্শকরা তখনই অন্যদিকে এল আরও একটি বড় খবর ৷ টাব্বু, করিনা কাপুর খান এবং কৃতি স্য়াননের জুটি এবার আসতে চলেছে বড় পর্দায় ৷ ছবির নাম 'দ্য ক্রু' (New Film The Crew )৷ আদ্য়প্রান্ত হাসির ছবিই হতে চলেছে এই তিন মূর্তির নয়া প্রজেক্ট ৷ অন্তত তেমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাতারা ৷ বিমান কর্মীদের সংগ্রামকে একটু অন্যভাবে ফুটিয়ে তোলে এই গল্প (Tabu film with Kareena Kapoor Kriti Sanon)৷

'ভিরে দি ওয়েডিং'-এর পর এই ছবির জন্য় আরও একবার রিয়া কাপুর এবং একতা কাপুর জুটির হাত ধরতে চলেছেন করিনা ৷ করিনা বলেন, "'ভিরে দি ওয়েডিং' আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে । রিয়া এবং একতার সঙ্গে কাজ করার পুরো জার্নিটা অবিশ্বাস্য ছিল । তাই রিয়া যখন তাঁর নতুন প্রকল্প 'দ্য ক্রু' নিয়ে আমার কাছে এসেছিল তখন আমি বেশ কৌতুহলী হয়ে পড়েছিলাম । এছাড়া এই ছবির হাত ধরে আমি দুই তারকা অভিনেত্রী, টাব্বু এবং কৃতির সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে পারব ।"

এই ছবিটিতে কার্যত কিছু বিকট পরিস্থিতি এই তিন কন্যার ভাগ্য় সম্পূর্ণ বদলে দেয় ৷ ছবি নিয়ে বলতে গিয়ে কৃতি বলেন,"আমি সবসময় শক্তিশালী চরিত্র এবং অন্য ধরনের গল্পের জন্য অপেক্ষা করি ৷ 'দ্য ক্রু' এদের মধ্য়ে একটি। আমি প্রতিভার দুই পাওয়ার হাউস, টাব্বু ম্যাম এবং করিনার সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত।"

আরও পড়ুন:প্রথম ওয়েব সিরিজ নিয়ে সুপার এক্সাইটেড বাপি

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজেশ কৃষ্ণন ৷ 'দ্য ক্রু' প্রযোজনা করছেন একতা কাপুর এবং রিয়া কাপুর (Tabu Kareena Kriti in The Crew)। সহ প্রযোজনার দায়িত্বে রয়েছে বালাজি মোশন পিকচার্স এবং অনিল কাপুর প্রোডাকশন ৷ 2023 সালের ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হতে চলেছে এই ছবির ।

ABOUT THE AUTHOR

...view details