পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Taapsee on Marriage: 'গর্ভবতী নই, তাই বিয়ের তাড়া নেই', নেটিজেনের প্রশ্নে জবাব তাপসীর - নেটিজেনের প্রশ্নে জবাব তাপসীর

ফ্যানেদের সঙ্গে সোশাল মিডিয়ায় গল্পের আসর জমালেন তাপসী পান্নু ৷ মুখ খুললেন তাঁর বিয়ের পরিকল্পনা নিয়েও ৷

Taapsee on Marriage
বিয়ে নিয়ে মুখ খুললেন তাপসী

By

Published : Jul 18, 2023, 11:04 AM IST

হায়দরাবাদ, 18 জুলাই: আজকাল ফ্যানেদের সঙ্গে চটপট কথপোকথন সেরে নিতে সোশাল মিডিয়ার আশ্রয় নিচ্ছেন অনেকেই ৷ 'আসক মি এনিথিং' সেশনের আয়োজন করে তাঁরা সরাসরি কথা বলে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে ৷ তালিকাটা কিন্তু মোটেই ছোট নয় । দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, আলিয়া ভাট থেকে শুরু করে শাহরুখ খান পর্যন্ত এই সেশনে দেখা গিয়েছে অনেককেই ৷ ঠিক যেমন এবার এমনই একটি আসরের আয়োজন করলেন তাপসী পান্নু ৷ তাপসী এদিন বেশ রসিক মেজাজেই তাঁর ফ্যানেদের জবাব দিলেন ৷ এমন কী তাঁর বিয়ের পরিকল্পনা নিয়েও মুখ খুলেছেন তাপসী ৷

পরের ছুটিতে কোথায় যেতে চান?

এখনও কোনও পরিকল্পনা করিনি ৷ আগে যে ছবির শুটিংটা করছি সেটা শেষ করি তারপর ঠিক করব পরের ছুটিতে কোথায় যাওয়া যায় ৷ আর এসব বাদ দিলে আবহাওয়ার বিষয়টাও মাথায় রাখতে হবে ৷ (অর্থাৎ অভিনেত্রী জানিয়েছেন তাঁর 'ডানকি' ছবির কাজ শেষ হলে তবে ছুটি নিয়ে ভাববেন তিনি ৷)

বিয়ে নিয়ে কি পরিকল্পনা?

আমি তো গর্ভবতী নই ৷ তাই খুব তাড়াতাড়ি বিয়ে করার কোনও প্ল্যান নেই ৷

গুগলে শেষ সার্চ কি করেছেন?

উইম্বলডন-এর ম্যাচ দেখছিলাম ৷ ম্যাচের ফলাফল জানতে গুগলে সার্চ করেছিলাম উইম্বলডন 2023 ৷ পাশাপাশি জোকোভিচকে নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে ৷ যে ক্রীড়াপ্রেমীরা ম্য়াচ দেখতে গিয়েছিলেন তাঁরা এসব নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ জোকোভিচকে নিয়ে নানান মন্তব্য করছেন তাই আমি জানার চেষ্টা করছিলাম ঘটনাট ঠিক কী?

'ডানকি' নিয়ে কোনও নতুন খবর রয়েছে কি?

আমি সত্য়িই ভীষণ খুশি যে আমি এই ছবির একটা অংশ হতে পেরেছি ৷ কয়েকদিনের শুটিংও সেরে ফেলেছি ৷ তবে ছবি নিয়ে কোনও নতুন খবর জানতে হলে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ৷ উনি একাই বাকি সবটা জানেন ৷

আরও পড়ুন:ঊনিশে এপ্রিলের শুটিং শেষে কাজের ঝলক শেয়ার করলেন অরিন্দম

এসব প্রশ্ন তো ছিলই আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে এদিন মুখ খুলেছেন তাপসী ৷ ফ্যানেদের কেউ কেউ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেন সোশাল মিডিয়ায় আজকাল কম সক্রিয় থাকেন ৷ তিনি জানিয়েছেন, আসলে একসময় সোশাল মিডিয়ার অনেক ইতিবাচক দিক ছিল ৷ লোকজনের সঙ্গে নানান বিষয় নিয়ে আলোচনা করা যেত ৷ এখন আর তা হয় না ৷ বরং অনেকেই একে অপরকে নীচ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে ৷

ABOUT THE AUTHOR

...view details