হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর:তাপসী পান্নু এখন চর্চায় রয়েছেন তাঁর আগামী ছবি 'ডানকি'-র জন্য ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খানের সঙ্গে ৷ রাজকুমার হিরানির 'ডানকি' নিয়ে চর্চার মাঝেই এবার এল এক নতুন খবর ৷ তাপসী পান্নু প্রযোজিত 'ধক ধক' ছবিটি বড়পর্দায় মুক্তির দিনক্ষণ সামনে আনলেন নির্মাতারা ৷ এই ছবিতে দেখা যাবে এক রোড ট্রিপের কাহিনি ৷ খারদুং লা-এর পাহাড়ি রাস্তায় বাইকে চড়ে যাত্রা করে চারজন দুঃসাহসী নারী ৷ তাঁদের নিয়েই গড়ে উঠেছে এই কাহিনি ৷
ভায়াকম 18 স্টুডিয়োস এবং বিএলএম প্রোডাশনের সঙ্গে এই ছবির প্রযোজনার ক্ষেত্রে হাত মিলিয়েছেন তাপসী পান্নুও ৷ চার নারীর চরিত্রে অভিনয় করেছেন রত্না পাঠক শাহ, দিয়া মির্জা, ফতিমা শেখ সানা আর সঞ্জনা সাংঘি ৷ রোড ট্রিপ নিয়ে ছবি এর আগেও তৈরি হয়েছে ৷ ছবি তৈরি হয়েছে দুঃসাহসিক অভিযান নিয়েও ৷ সাম্প্রতিক ছবি হিসাবে 'উঁচাই'-এর কথা মনে পড়তেই পারে অনেকের ৷ কিন্তু এই ছবি একটু আলাদা ৷ কারণ এই যাত্রা চারজন নারীকেই ভিতর থেকে বদলে দেয় ৷
এই ছবির হাত ধরেই প্রথমবার পরিচালনায় পা রাখতে চলেছেন পরিচালক তরুণ দুদেজা ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন পারিজাত যোশি ৷ সঙ্গে হাত লাগিয়েছেন তরুণও ৷ জানা গিয়েছে 13 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ আর ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে 3 অক্টোবর ৷ ছবির প্রচার নিয়েও বেশ কিছু দুরন্ত পরিকল্পনা রয়েছে নির্মাতাদের ৷ অন্তত তেমনটাই বলছে ঘনিষ্ঠ মহল ৷
আরও পড়ুন:করণ জোহরের সঙ্গে প্রযোজনায় আলিয়া, আসছে 'জিগরা'
অন্যদিকে তাপসী যে এই প্রথমবার প্রযোজনায় পা রাখছেন তা নয় ৷ 2022 সালেই তিনি প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন ৷ অজয় বহালের 'ব্লার' ছবিটি প্রযোজনা করেন অভিনেত্রী ৷ সেবার বেশ সাফল্যও পেয়েছিলেন তিনি ৷ এবারও বক্স অফিসের হিসাবে তিনি সফলতা পান কি না সেদিকেই নজর থাকবে নির্মাতাদের ৷ অভিনয়ের কথা বললে, তাপসীর ঝুলিতে 'ডানকি' ছাড়াও বেশ কয়েকটি ছবি রয়েছে ৷ তাঁর হাতে রয়েছে আনন্দ এল রাইয়ের 'আয়ি হাসিন দিলরুবা' ছবিটি ৷ এছাড়ার মুদাসসর আজিজের 'খেল খেল মে' ছবিতেও দেখা যাবে তাঁকে ৷