পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Taali trailer: বড়পর্দায় এবার তৃতীয় লিঙ্গের অধিকারের লড়াই, প্রকাশ্যে সুস্মিতা সেনের 'তালি'র ট্রেলার - শ্রীগৌরি সাওয়ান্ত

প্রকাশ্যে এসেছে সুস্মিতা সেন অভিনীত 'তালি' সিরিজের ট্রেলার ৷ রূপান্তরকামী শ্রীগৌরীর জীবনী ও লড়াই এবার সেলুলয়েডের পর্দায় ৷ ট্রেলার দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷

Pic Courtesy- Sushmita Sen Instagram
Pic Courtesy- Sushmita Sen Instagram

By

Published : Aug 7, 2023, 8:26 PM IST

Updated : Aug 7, 2023, 11:05 PM IST

হায়দরাবাদ, 7 অগস্ট: ''মা হওয়া কোনও লিঙ্গের উপর নির্ভর করে না, সেটা একটা অনুভূতি ৷'' গণেশ থেকে গৌরি হওয়ার যে জার্নির সাক্ষী থেকেছে গোটা দেশ, সেই শ্রীগৌরী সাওয়ান্ত এবার সেলুলয়েডের পর্দায় ৷ নাম ভূমিকায় অভিনেত্রী সুস্মিতা সেন ৷ সোমবার মুক্তি পেল বহু প্রতীক্ষীত 'তালি' সিরিজের ট্রেলার ৷ রূপান্তরকামী শ্রীগৌরীর জীবনী, তাঁর অধিকারের লড়াই রূপোলি পর্দায় তুলে ধরেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদব ৷ স্বাধীনতা দিবসে এই সিরিজ মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে ৷

সোমবার সোশাল মিডিয়ায় মিস ইউনিভার্স শেয়ার করেছেন ছবির ট্রেলার ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "গৌরী এসে গিয়েছে ৷ স্বাভিমান, সম্মান আর স্বতন্ত্রের গল্প নিয়ে ৷" এরপর তিনি লেখেন, "তালি বাজায়েঙ্গে নেহি, বজবায়েঙ্গে !" ট্রেলার সামনে আসতেই সুস্মিতার প্রশংসায় পঞ্চমুখ তাঁর বন্ধু থেকে অনুরাগীরা ৷ সোশাল মিডিয়ায় কমেন্ট সেকশন ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায় ৷

সামাজিক মাধ্যমে এক অনুরাগী লিখেছেন, "এই সিরিজটি একজন মানুষের আত্মার আত্মসম্মান এবং স্বাধীনতার কথা বলে।" অপর এক অনুরাগী লিখেছেন, "মা দুর্গা তোমাকে আশীর্বাদ করুন ৷ আপনার জ্ঞান, আত্মবিশ্বাস অনেকের মনে আশা জোগায় ৷ অনেক ভালাবাসা তোমাকে ৷ দুগ্গা দুগ্গা ৷ আর সবার উদ্দেশ্যে বলব, দয়া করে এই ছবিটি দেখুন ৷"

'তালি' সিরিজেে শ্রীগৌরি সাওয়ান্তের ছোটবেলা, তাঁর চারিত্রিক পরিবর্তন তুলে ধরার পাশাপাশি ভারতে তৃতীয় লিঙ্গের মানুষের আন্দোলন কীভাবে প্রভাবিত করেছে সমাজকে, তা তুলে ধরা হয়েছে ৷ ছবিতে অভিনেত্রী সুস্মিতা সেন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যেভাবে নিজেকে পরিবর্তন করেছেন, তা দেখে মুগ্ধ দর্শকরা ৷ টিজারের পর ট্রেলারে সেই চমক ধরা পড়েছে আরও বেশি করে ৷ ফলে অনুরাগীরা মুখিয়ে রয়েছেন সুস্মিতার এই নয়া অবতার দেখার জন্য ৷

এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, "সংগ্রাম, স্থিতিস্থাপকতা এবং অদম্য শক্তির গল্প, এটাই আপনাদের জন্য শ্রীগৌরী সাওয়ান্ত ৷ কঠিন এই জার্নিটা সম্পন্ন করতে পেরে আমি খুশি ৷ যেন এক বিপ্লবের সাক্ষী হয়ে থাকলাম ৷ আরও নানান কারণ রয়েছে, এই চরিত্রটি বেছে নেওয়ার জন্য ৷ এতো সবে শুরু ৷ ধীরে ধীরে দেখতে থাকুন, আর কী কী চমক রয়েছে আপনাদের জন্য ৷"

আরও পড়ুন: 'বাবা সব পারে', পর্দায় শাবানা-ধর্মেন্দ্রর চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন সানি

শ্রীগৌরি সাওয়ান্ত মুম্বই নিবাসী একজন ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট ৷ পুনে শহরে জন্মগ্রহণ করেন তিনি ৷ ছোটবেলায় তাঁর নাম ছিল গণেশ ৷ 2013 সালে সুপ্রিম কোর্টে ট্রান্সডেন্ডারদের অধিকারের সাপেক্ষে যে মামলা হয়েছিল, তাতে শ্রীগৌরিও ছিলেন একজন আবেদনকারী ৷ 2014 সালে সুপ্রিম কোর্ট থার্ড জেন্ডারদের সপক্ষে ঐতিহাসিক রায় দেন ৷

Last Updated : Aug 7, 2023, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details