হায়দরাবাদ, 13 জুন: টুইটারে প্রায়শই শাহরুখ খান ফ্যানেদের সঙ্গে চ্য়াট করতে হাজির হন ৷ অনুরাগীদের নানা ধরনের প্রশ্নের ধৈর্য্য ধরে জবাব দেন তিনি ৷ এবারও এমনই এক কিউ অ্যান্ড এ সেশনের ঘটনা বাঁক নিল অন্য়দিকে ৷ সবকিছুর শুরু একটা সাধারণ প্রশ্ন থেকে ৷ এক অনুরাগীর একটি সাধারণ প্রশ্নের শাহরুখ এমন জবাব দিলেন যে সুইগির বেশকিছু ডেলিভারি বয় হাজির হলেন মন্নতে ৷ কি ছিল সেই প্রশ্ন?
আসলে এই ধরনের প্রশ্ন উত্তর পর্বে সাধারণত নানা ধরনের প্রশ্ন করেই থাকেন ফ্যানেরা ৷ তাঁদেরই একজন অনুরাগী এদিন প্রশ্ন করেন, "ভাই খাবার খেয়েছেন ?" জবাবে মজা করেই শাহরুখ উল্লেখ করেন ফুড ডেলিভারি অ্যাপ সুইগির কথা ৷ তিনি লেখেন, "কেন ভাই আপনি কি সুইগি-র লোক...খাবার পাঠাবেন না কি?" শাহরুখের ফ্যানেরা যে তাঁর জন্য় কী না করতে পারে তার প্রমাণ মিলল আরও একবার ৷ কারণ এই কথোপকথন চলতে চলতেই সুইগি এর মাঝে ঢুকে পড়ে ৷ তারা লেখে, "আমরা সুইগি থেকে বলছি, খাবার পাঠাব না কি?" আর সেই সূত্র ধরেই শাহরুখের জন্য খাবার পাঠানো হয় মন্নতে ৷