মুম্বই, 28 মে : স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের 139তম জন্মবার্ষিকীতে সামনে এল তাঁর কর্মজীবন নিয়ে তৈরি হতে চলা 'সতন্ত্র বীর সাভারকর' ছবির ফার্স্ট লুক ৷ ছবিতে সাভারকরের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রণদীপ হুডা ৷ এবার নির্মাতারা সামনে আনলেন ছবির প্রথম মোশন পোস্টার (Swatantra Veer Savarkar Motion Poster Releases)৷ ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর।
প্রসঙ্গত অগস্টেই শুরু হতে চলেছে এই ছবির শ্য়ুটিং ৷ সাভারকরের মত একটি ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে এখন দিনরাত এক করে দিচ্ছেন রণদীপ ৷ আজ পোস্টারটি শেয়ার করে তার ক্যাপশনে অভিনেতা লেখেন, "এটি আসলে স্যালুট ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় অজ্ঞাত এক নায়ককে ৷ আমি আশা করি একজন সত্যিকারের বিপ্লবীর জুতোয় পা গলানোর এই চ্যালেঞ্জকে আমি পূরণ করতে পারব এবং তার আসল গল্প বলতে পারব যা এতদিন কার্পেটের নিচে পড়ে ছিল । আপনাদের সকলকে বীর সাভারকর জয়ন্তীর শুভেচ্ছা জানাই !"