পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Bengali Films: স্বস্তিকা-পরম বনাম বিক্রম-শোলাঙ্কি, শুক্রবারে বক্স অফিসে বিগ ব্যাটেল - Swastika Solanki New Film

শুক্রবার বক্স অফিসে বিগ ব্যাটেলের সাক্ষী হতে চলেছে স্বস্তিকা-পরমের 'শিবপুর' এবং বিক্রম-শোলাঙ্কির 'শহরের উষ্ণতম দিনে' ৷ কেমন জমবে লড়াই সেটাই এখন দেখার ৷

Swastika Solanki New Film
বক্স অফিস ব্যাটেলে শিবপুর এবং শহরের উষ্ণতম দিনে

By

Published : Jun 29, 2023, 2:16 PM IST

কলকাতা, 29 জুন:শুক্রবার বক্স অফিসে মুখোমুখি টক্করে নামতে চলেছে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত 'শিবপুর' এবং অরিত্র সেন পরিচালিত 'শহরের উষ্ণতম দিনে' ৷ অন্য়দিকে আবার একইদিনে ওটিটিতে মুক্তি পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্য়ায় অভিনীত এবং জয়দীপ মুখোপাধ্য়ায় পরিচালিত 'গোরা 2' সিরিজটিও ৷ তাই শুক্রবারটা সিনেপ্রেমীদের জন্য় যে জমজমাট একটা দিন হতে চলেছে এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে একদিকে পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্য়ায় এবং অন্যদিকে বিক্রম চট্টোপাধ্যায়-শোলাঙ্কি রায় ৷ বক্স অফিসে তারকাদের বিগ ব্যাটেল কেমন জমে তা দেখার জন্য়ও নিশ্চয়ই মুখিয়ে রয়েছে সকলে ৷

স্বস্তিকা-পরমব্রত ছাড়াও 'শিবপুর' ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্য়ায়ের মতো পরিচিত অভিনেতা-অভিনেত্রীরা ৷ 'শিবপুর' ছবিতে ফুটে উঠেছে এক অন্ধকার জগতের গল্প ৷ পরমব্রত এখানে অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷ তার জবানিতেই উঠে এসেছে গল্পটি ৷ শিবপুরে কীভাবে একসময় শুরু হয়েছিল মাফিয়া রাজ ৷ লাগাতার খুন, জখম আর রক্তপাত কীভাবে এক অতিচেনা ছবি হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে সেই অন্ধকার অধ্যায়ের কাহিনিই তুলে ধরবেন নির্মাতারা ৷ স্বস্তিকাও এখানে অভিনয় করেছেন মহিলা মাফিয়ার চরিত্রে ৷

অন্যদিকে অরিত্র সেনের 'শহরের উষ্ণতম দিনে' তুলে ধরতে চলেছে একেবারে এক অন্য় জগতের কাহিনি ৷ প্রেম-ভালোবাসা, মানসিক অন্তর্দন্দ্বের এক টানাপোড়েন এই ছবির কাহিনিকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷ বিক্রম-শোলাঙ্কি এই ছবিতে অভিনয় করেছেন ঋতবান এবং অনিন্দিতার চরিত্রে ৷ অনিন্দিতা ৷ তাঁদের মধ্য়ে একসময় ছিল প্রেমের সম্পর্ক ৷ কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি ৷ কারণ মাঝপথে অনিন্দিতাকে ছেড়ে কেরিয়ারের টানে বিদেশে পাড়ি দেয় ঋতবান ৷ 5 বছর পর সে ফেরে পুরনো শহর কলকাতায় ৷ ততদিনে নতুন সম্পর্কে জড়িয়েছে অনিন্দিতা ৷ এই সমস্ত টানা পোড়েন নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি ৷

আরও পড়ুন:কিয়ারার ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির সিদ্ধার্থ, নজর কাড়ল তারকা জুটির কেমিস্ট্রি

দু'টি ছবি নিয়েই যথেষ্ট আগ্রহ রয়েছে দর্শকের মধ্য়ে ৷ দু'টি ছবির ট্রেলারই বেশ জমজমাট ৷ তাই কোন ছবি বেশি আকর্ষণ করবে মানুষকে তা অবশ্য বলে দেবে সময় ৷ তবে বক্স অফিসে দু'টি ছবি নিয়েই যে বিগ ব্যাটেল হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ যুদ্ধের ফল জানতে তাই অপেক্ষাই একমাত্র পথ ৷

ABOUT THE AUTHOR

...view details