কলকাতা, 21 নভেম্বর: শীতের শুরুতেই চলচ্চিত্র উৎসবে মেতে উঠতে চলেছে শহরবাসী ৷ 5 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের চলচ্চিত্র উৎসবে 'বেঙ্গলি প্যানোরমা সেকশন'-এ অফিসিয়াল সিলেকশন পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত দু'টি ছবি, 'বিজয়ার পরে' এবং 'মাতৃপক্ষ'। অনুরাগীদের সঙ্গে খুশির এই খবর অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে।
স্বস্তিকার কথায়, "এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাতটি বাংলা ছবি রয়েছে। তার মধ্যে দু'টি আমার। একটি 'বিজয়ার পরে' অন্যটি 'মাতৃপক্ষ'। দু'টিই প্রথমবার নতুন পরিচালকদের দ্বারা পরিচালিত। বছরের পর বছর ধরে লোকেরা আমাকে জিজ্ঞাসা করেছেন, কেন আমি সবসময় নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করি ? হ্যাঁ, অনেক সীমাবদ্ধতা আছে, আছে অনেক বেশি কঠোর পরিশ্রম ৷ তবে তারপরে পেয়েছি আশ্চর্যজনক ফলাফল। তাই নতুনদের ডাকে আমি সাড়া দিই ।"
অভিজিৎ শ্রী দাস পরিচালিত বাংলা ছবি 'বিজয়ার পরে' ছবিতে স্বস্তিকা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর, মীর আফসার আলি, দীপঙ্কর দে, ঋতব্রত মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, খেয়া চট্টোপাধ্যায়, তনিকা বসু, অনিমেষ ভাদুড়ি, মিশকা হালিম, বিমল গিরি, সম্প্রীতি ঘটক প্রমুখ। পাশাপাশি স্বস্তিকা অভিনীত 'মাতৃপক্ষ'র পরিচালক রাজেশ দাস।
পদ্মনাভ দাশগুপ্তর 'বিজয়ার পরে' নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, "বিজয়ার পরে নির্বাচিত হল 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব '-এর বেঙ্গলি প্যানোরামা বিভাগে ও 'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব '-এর বিশ্ব চলচ্চিত্র বিভাগে। এই ছবিটিতে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার সুযোগ করে দেবার জন্যে অভিজিৎ শ্রী দাসকে ধন্যবাদ।"