কলকাতা, 21 এপ্রিল : করোনার দাপট কমতেই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে একের পর এক ছবি । বলিউড টলিউড দু'তরফেই সামনে আসছে একের পর এক আটকে থাকা ছবির নাম ৷ এবার বাংলাতে মুক্তি পেতে চলেছে অর্জুন দত্ত পরিচালিত 'শ্রীমতী'। পর্দায় শ্রীমতীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee Sohom Chakraborty New Film Shrimati)।
উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প 'শ্রীমতী'। গল্পের নায়িকা শ্রী নিজের পরিবার এবং স্বামীর প্রেমসম্পর্ক অত্যন্ত মধুর । এহেন শ্রীমতীকে সমাজের চাকচিক্য আকর্ষণ করে । এক সময় তিনি দেখেন যে তিনি তাঁর নিজের পরিচয়ই হারিয়ে ফেলছেন । তারপর কী হয়, সেটাই দেখার এই ছবিতে । স্বামী অনিন্দ্য, ছেলে কুট্টুশ, শাশুড়ি মা প্রতিমা, ননদ বৃষ্টি এবং তাঁদের পরিচারিকা কাজলকে ঘিরেই শ্রী'র দিনযাপন ।