কলকাতা, 16 জুলাই: স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'শ্রীমতী' মুক্তি পেয়েছে 8 জুলাই । আর গতকাল মুক্তি পেল ইন্দ্রাণী হালদার অভিনীত 'কুলের আচার' । দুটি ছবিই আসলে 'শ্রীমতী' কেন্দ্রিক বা বলা ভালো নারীকেন্দ্রিক । স্বস্তিকা নাকি ইন্দ্রাণী, কার দৌড় কত দূর সেটাই এখন দেখার। এর মাঝেই ঘটেছে এমন একটি ঘটনা যার জন্য বেজায় চটেছেন 'শ্রীমতী' স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee expresses her anger about show timing of her new film) । তাঁর ছবিটি মুক্তির পর প্রথমে তা জায়গা পায় 17টি হলে । 'কুলের আচার' মুক্তির পর তা কমে গিয়ে হয়েছে চারটে। আর প্রদর্শনের সময়ও দুপুর 12টা থেকে 1টার মধ্যেই । এতে বেজায় চটেছেন অভিনেত্রী ৷
এখন সোম থেকে শুক্র প্রায় কেউই সিনেমা হলে গিয়ে ছবি দেখার সময় পান না । ফলে, দর্শকাসন যে খালি থাকবে তা বলাই বাহুল্য । আর এতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন স্বস্তিকা । ছবির ডিস্ট্রিবিউটর এসভিএফ-এর উপর দারুণ চটেছেন তিনি । ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, "বাংলা ছবি দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন ৷ কিন্তু কে কীভাবে সেটা করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে ৷ প্রযোজক নতুন হলে তাঁকে কোনরকম জায়গা দেওয়া হবে না ৷ উঠতি পরিচালক হলে তাঁকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদের খাতায় ! টিকিট বিক্রি ভাল হলেও,মানুষ উচ্ছ্বসিত প্রশংসা করলেও এমনকী রিভিউ দারুণ হলেও কী ? সিনেমা হল দেওয়া হবে না আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে ৷ এর জেরে বিক্রি তলানিতে ঠেকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া যায় । শ্রীমতির কপালেও এটাই হল ।"
আরও পড়ুন:জন্মদিনের আগেই 'ফোন ভূত' ছবির পোস্টার প্রকাশ্যে আনলেন ক্যাট