পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Swastika in Mumbai: সাত বছর পর ট্রেনে, সাক্ষাৎ সুমনের সঙ্গেও ; স্বস্তিকার মুম্বই-সফরের খুঁটিনাটি - Swastika in Mumbai

মুম্বই-সফরে টলি ডিভা স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ প্লেন থেকে নেমেই গেলেন সুমন মুখোপাধ্যায়ের কাছে ৷ সাত বছর পর চড়লেন ট্রেনেও ৷

Swastika Mukherjee Meets Suman
মায়ানগরী মুম্বইয়ে স্বস্তিকা

By

Published : Jun 8, 2023, 10:14 AM IST

মুম্বই, 8 জুন:বাংলার পাশাপাশি বলিউডেও রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছেন স্বস্তিকা মুখোপাধ্য়ায় ৷ বিশেষত 'কলা'র মতো ছবি এবং 'ক্রিমিনাল জাস্টিস'-এর মতো ওয়েব সিরিজে অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে ৷ বুধবার তিনি ফের পাড়ি দিলেন মায়ানগরী মুম্বইয়ে ৷ বিমানে বসেই বেশকিছু ছবি শেয়ার করেন স্বস্তিকা ৷ মুম্বই সফরের তিনি আপডেট দিলেন বৃহস্পতিবারও ৷ সাত বছর বাদে চড়লেন ট্রেনে ৷ আবার গত রাতেই তিনি দেখা করেছেন পরিচালক সুমন মুখোপাধ্য়ায়ের সঙ্গেও ৷ আসুন দেখে নেওয়া যাক স্বস্তিকার মুম্বই সফরের ইতিবৃত্ত ৷

বুধবার বিমানে বসেই অনুরাগীদের জন্য় বেশ কয়েকটা সেলফি শেয়ার করেছিলেন স্বস্তিকা ৷ তাঁর চোখে ছিল মোটা ফ্রেমের চশমা আর পরণে ডিজাইনার আত্রেয়ী বসুর তৈরি গামছা স্টাইলের পোশাক ৷ ছবি শেয়ার করে ক্য়াপশনে তিনি লেখেন, "আমি এয়ারপোর্ট লুকে বিশ্বাস করি না ৷ তবে হ্যাঁ ইনসাইড প্লেন লুকে বিশ্বাস করি ৷ আর হ্যাঁ নিজের ছবি আমি নিজেই তুলি ৷"

এরপর বৃহস্পতিবার সকালে এল তাঁর মুম্বই সফরের আরেকটি আপডেট ৷ ট্রেনের ভিতরে বসে একটি সুন্দর রিল ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী ৷ সঙ্গে তিনি লেখেন, 'সাত বছর পর আবার ট্রেনে চড়লাম ৷' যদিও এই ভিডিয়োতে ট্রেনের ভিতরের দৃশ্য় ধরা পড়লেও স্বস্তিকার মুখ দেখা গেল না ৷ কারণ এবারও ক্য়ামেরার পিছনে ছিলেন অভিনেত্রী নিজেই ৷ তাছাড়া গন্তব্য সম্পর্কেও কোনও তথ্য দেননি নায়িকা।

আরও পড়ুন: পেশা বদলে বড়পর্দায় ফিরছেন শুভঙ্কর সান্যাল, চলতি মাসেই আসছে 'অপরাজেয়'

এরই মাঝে বুধবার তিনি দেখা করেন টলিউডের অন্যতম পরিচিত মুখ সুমন মুখোপাধ্য়ায়ের সঙ্গেও ৷ পরিচালক এবং নাট্য নির্দেশক সুমন মুখোপাধ্যায়ের 'শেষের কবিতা' ছবিতে এর আগেই অভিনয় করেছিলেন স্বস্তিকা ৷ রাহুল বোস এবং কঙ্কনা সেন শর্মার সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন নায়িকা ৷ সম্প্রতি সেই ছবির স্ট্রিমিং শুরু হয়েছে মুবি ইন্ডিয়াতে ৷

সুমনের সঙ্গে সাক্ষাতের পর দু'টি ছবি পোস্ট করে নায়িকা জানান, মুম্বইয়ের রাস্তায় ম্যাপ তাঁকে দেখিয়েছিল যানজট কাটতে 20 মিনিট সময় লাগবে।পরে তার সঙ্গে আরও 20 মিনিট যোগ হয় ৷ এসব দেখে বন্ধু সমুন মুখোপাধ্যায়ের কী প্রতিক্রিয়া হয় সেটাও লিখেছেন স্বস্তিকা। সুমনের মনে হয়েছে, জীবনে এই ধরনের 'ব্যর্থতা' আসতেই থাকবে। কিন্তু তার জন্য মানসিক শৃঙ্খলা ত্যাগ করা যাবে না। আর ঠিক এই কারণে স্বস্তিকার মনে করেন বন্ধু সুমন এমন এক মানুষ যাকে ঘরোয়া বিশৃঙ্খলা ছুঁতে পারে না। এই সবকিছুর থেকে কী করে আলাদা থাকতে হয় তা সুমনের জানা আছে।

আরও পড়ুন:স্ক্রিনশেয়ার করতে চলেছেন প্রিয়াঙ্কা-জুনিয়র এনটিআর, দু'জনকে এক সুতোয় বাঁধবেন কে?

মায়ানগরীতে প্রিয় নায়িকাকে দেখে অনুরাগীরাও খুশি । সামাজিক মাধ্যমে কমেন্টের বন্যা বইছে। তবে একইসঙ্গে একটি বিশেষ ব্যাপারে আগ্রহের পারদও চড়তে শুরু করেছে । অনুরাগী থেকে শুরু করে সকলেই জানতে চান, নায়িকা কি শুধুই মুম্বই বেড়াতে গিয়েছেন নাকি তাঁর কোনও কাজ আছে ? তার মানে স্বস্তিকাকে আগামিদিনে নতুন কোন হিন্দি প্রজেক্টে অভিনয় করতে দেখা যাবে কিনা তা নিয়ে অনুরাগীদের মধ্যে আগ্রহের অন্ত নেই ।

ABOUT THE AUTHOR

...view details