পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মুক্তির পথে 'বিজয়ার পরে', নতুন অবতারে হাজির স্বস্তিকা - Bijoyar Pore

Swastika Film Bijoyar Pore: মুক্তির পথে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি 'বিজয়ার পরে' ৷ এর আগে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এই ছবি। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 1:38 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: তিলোত্তমায় চলচ্চিত্র উৎসবে দেখানোর পর এবার প্রেক্ষাগৃহে মুক্তির পথে 'বিজয়ার পরে' ৷ 12 জানুয়ারি মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'বিজয়ার পরে' ৷ সম্প্রতি সামনে এল ছবির অফিসিয়াল পোস্টার ৷ নিজেই সোশাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে দেখানো হয়েছে এই ছবি । এই ছবির হাত ধরে পরিচালনায় অভিষেক করলেন অভিজিৎ শ্রী দাস ৷ স্বস্তিকা এখন বলিউড ও টলিউড দুই ক্ষেত্রেই পরিচিত মুখ ৷ তাল মিলিয়ে কাজ করেছেন দুই ক্ষেত্রেই ৷ এবার আরও একটি বাংলা ছবিতে দেখা যাব তাঁকে ৷ ছবি নিয়ে কথা বলার সময়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়েই স্বস্তিকা মুখোপাধ্যায় জানান, তিনিও একদিন নবাগত ছিলেন । তাই নবীন পরিচালকের সঙ্গে কাজ করতে তাঁর ভালোই লাগে ।

বেশ কিছুদিন পর আবার পর্দায় ফিরছেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে ৷ সঙ্গে রয়েছেন মমতাশংকর ৷ সম্প্রতি দু'টি ছবিতে পরপর দেবের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ এবার কীভাবে তিনি এই ছবিতে নিজেকে ফুটিয়ে তোলেন সেটাই দেখার ৷ ছবিতে অন্যান্য বিভিন্ন চরিত্রে রয়েছেন মীর, ঋতব্রত মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, তনিকা বসু-সহ বহু অভিনেতা রয়েছেন নানা চরিত্রে ।

বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোকে কেন্দ্রে রেখে এগিয়েছে এই ছবির গল্প । ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা সবই একার হাতে সামলেছেন অভিজিৎ শ্রীদাস। যদিও গল্প নিয়ে খুব বেশি কিছু জানা যায়নি ৷ ক্যামেরায় সুপ্রিয় দত্ত। সঙ্গীত পরিচালনা ও আবহে রণজয় ভট্টাচার্য। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, রণজয় ভট্টাচার্য, ঈশান মিত্র, শাওনি মজুমদার। শিল্প নির্দেশনায় রণজিৎ ঘরাই। কস্টিউম ডিজাইন করেছেন সন্দীপ জয়সওয়াল এবং অভিষেক রায়। এখন অপেক্ষা 12 জানুয়ারির ৷
আরও পড়ুন:

  1. 'আমার ভাইয়ের ছবি', বিক্রমের 'পারিয়া'র টিজার শেয়ার দেব অঙ্কুশের
  2. এসে গেল 'বাদামী হায়নার কবলে'র ট্রেলার, অপরাধ দমনে দুই হাতে বন্দুক আবিরের
  3. 'ইয়ে দোস্তি' থেকে 'রুবি রায়', পঞ্চম ম্যাজিকে আজও রঙিন স্মৃতির ক্যানভাস

ABOUT THE AUTHOR

...view details