হায়দরাবাদ, 7 অগস্ট: দুজনেই দাপুটে অভিনেতা-অভিনেত্রী ৷ ওটিটি প্ল্যাটফর্মেও দাপিয়ে কাজ করে চলেছেন ৷ এবার তাঁরা একসঙ্গে ৷ সুধাংশু শর্মা পরিচালিত মহেশ ভাট, আনন্দ পণ্ডিত প্রযোজিত 'লাভ-অল' ছবির ট্রেলার মুক্তি পেল সোমবার ৷ ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে কেকে মেনন ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে ৷ সোশাল মিডিয়ায় ঠিক সন্ধ্যে 7টায় সামনে এসেছে ছবির ট্রেলার ৷ যা শেয়ার করেছেন কেকে মেনন ও স্বস্তিকা ৷
ওটিটি সিরিজে 'স্পেশাল অপস'-এ কেকে মেনন-এর অভিনয় নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ এই সিরিজের তৃতীয় ভাগ মুক্তির অপেক্ষায় রয়েছেন অনুরাগীরাও ৷ অন্যদিকে, বাংলার মেয়ে স্বস্তিকা টলিউডের পাশাপাশি বলিউডেও একের পর এক ওয়েব সিরিজে কাজ করে চলেছেন ৷ 'পাতাললোক', 'ব্ল্যাক উইডো', 'ক্রিমিনাল জাস্টিস', 'কালা'-র মতো বলিউডি সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে ৷
এবার স্বস্তিকা মুখোপাধ্যায় বলিউডের বড় পর্দায় জুটি বেঁধেছেন কেকে মেননের সঙ্গে ৷ এই ছবির গল্প বা শুটিং নিয়ে প্রচার খুব বেশি সামনে আসেনি ৷ ফলে এত বড় খবর অনুরাগীদের কাছে রয়ে গিয়েছিল অধরা ৷ সোমবার সোশাল মিডিয়ায় সুধাংশু শর্মা পরিচালিত এই ছবির ট্রেলার শেয়ার করেন অভিনেত্রী ৷ তিনি লেখেন, "অবশেষে আমাদের ছবি অগস্টে মুক্তি পেতে চলেছে ৷ একটা স্বপ্ন ছিল যে অভিনেতা কেকে মেননের সঙ্গে স্ক্রিন শেয়ার করা ৷ সেই স্বপ্নও সত্যি হয়েছে ৷ মুক্তি পেল ট্রেলার ৷ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 25 অগস্ট ৷"