কলকাতা, 25 জানুয়ারি: সরস্বতী পুজো মানেই বাঙালির প্রেমের দিন ৷ স্কুল হোক বা কলেজ, বাঙালির 'প্রোপোজ ডে' থেকে 'ভ্যালেন্টাইন্স', সবটাই এই দিনে ৷ এই পুজোর দিনগুলি কেমন কাটাতেন তারকারা ? জানতে ইটিভি ভারত হাজির হয়েছিল মানসী সেনগুপ্ত, রুকমা রায় এবং স্বস্তিকা দত্তের কাছে । কী বললেন সুন্দরীরা ?
অভিনেত্রী মানসী সেনগুপ্ত এই ডুব দিলেন তাঁর স্কুল বয়সে ৷ তিনি বলেন, "সরস্বতী পুজো ঘিরে অনেক প্রোপোজ পেয়েছি । কিন্তু প্রেমটা হয়নি । এমনিতে বাড়িতেই আমাকে প্রাইভেট টিউটর পড়াতে আসতেন । ইলেভেনে যখন উঠলাম তখন আমার কোচিং-এ যাওয়া শুরু হল । সেই বছরের সরস্বতী পুজোটা ছিল আমার কাছে দারুণ । ওরকম সরস্বতী পুজো আর ফিরে আসেনি আমার জীবনে । কী দারুণ অনুভূতি । খুব সেজেছিলাম । শাড়ি তো পড়েইছিলাম ।"
তাঁর ভালো লাগার গল্পে ডুব দিয়ে মানসী বলেন, "আমার সঙ্গে একই কোচিং-এ পড়ত একটি ছেলে । সে আমাকে দেখত খুব, অনেকদিন ধরেই কানাঘুষো শুনছিলাম । শাড়ি পরে ওই দিনই আমাকে তার প্রথম দেখা । আড়চোখে দেখছিল সে আমাকে । সহজ বাংলায় ঝাড়ি বলে সেটাকে । সে আর আমি একসঙ্গেই অঞ্জলি দিলাম । সরস্বতী পুজোর দিনই আমাকে প্রোপোজ করল । সেদিনের প্রেম সেদিনই শেষ হয়ে গিয়েছিল । পরে না বলে দিই তাকে। আর এখন তো শ্যুটিং করেই কেটে যায় । তবে, এবার ছুটি 26 জানুয়ারি বলে। আমার শ্বশুরবাড়িতে জোড়া ইলিশ পুজো হয় । এবার আমার নতুন ফ্ল্যাটে নিজের উদ্যোগে পুজো করব । জোড়া ইলিশ গরম করে তুলব ঘরে । দারুণ মজা এবার (Manasi Sengupta on Saraswati Puja) ।"