হায়দরাবাদ, 10 মার্চ:কয়েকদিন আগেই অভিনেত্রী স্বরা ভাস্কর জানিয়েছিলেন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন তিনি ৷ স্পেশাল ম্যারেজ অ্য়াক্ট মেনে তাঁদের বিবাহ জানুয়ারিতেই সম্পন্ন হয়েছে ঠিকই তবে সামাজিক অনুষ্ঠান হয়নি ৷ তাই এবার শুরু হল রিসেপশনের প্রস্তুতি ৷ এবার স্বরা এবং ফাহাদ গাঁটছড়া বাঁধবেন সামাজিক রীতি মেনে ৷
বেশিরভাগ বলিউড সেলেবরাই এখন ডেস্টিনেশন ওয়েডিং পছন্দ করছেন এক্ষেত্রেও আলাদা পথে হাঁটলেন ৷ দিল্লিতে তাঁর নিজের বাড়িতেই বিয়ে করার সিদ্ধান্ত নিলেন ভিড়ে দি ওয়েডিং খ্য়াত নায়িকা ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বাড়ির একটি ছবিও শেয়ার করেছেন স্বরা ৷ যেখানে দেখা গিয়েছে সম্পূর্ণ আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে বাড়িটিকে ৷ নববধূ লিখেছেন, "এবার সত্যিই একটা বিয়ে বিয়ে অনুভূতি হচ্ছে ৷"
স্বরাকে নিয়ে মজা করতে ছাড়লেন না বন্ধুরা প্রসঙ্গত, 11 মার্চ থেকে শুরু হতে চলেছে স্বরার বিয়ের অনুষ্ঠান (Swara Bhasker and Fahad Ahmad wedding)৷ শনিবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে 16 মার্চ পর্যন্ত ৷ 16 তারিখেই রয়েছে বিয়ের রিসেপশন ৷ বিয়ের তারিখ সামনে তা নিয়ে মজা করতে ছাড়েননি স্বরার বন্ধুরা ৷ তাঁরা একটা মজার রিলও শেয়ার করেন স্বরার জন্য ৷ এরপর অবশ্য় স্বরা নিজেই রি-শেয়ার করেছেন রিলটি ৷
আলোয় সেজে উঠল স্বরার দিল্লির বাড়ি আরও পড়ুন:পুরীর সমুদ্র সৈকতে প্রিয় অভিনেতাকে বিশেষ শ্রদ্ধা জানালেন সুদর্শন
ভিডিয়োটি স্বরারই বেশকিছু গানে নাচের সিকোয়েন্সকে ক্যামেরা বন্দি করা হয়েছে ৷ স্বরা মূলত পরিচিত তাঁর 'ভিড়ে দি ওয়েডিং', 'আনারকলি অফ আরা', 'নীল বানে সান্নাটা'-র মতো ছবির জন্য় ৷ স্বরার সঙ্গে 2020 সালে প্রথমবার আলাপ হয় ফাহাদের ৷ দু'জনেই যুক্ত ছিলেন সিএএ বিরোধী আন্দোলনের সঙ্গে ৷ আর সেই মিছিল থেকেই তাঁদের প্রেম ৷ তারপর ধীরে ধীরে এই বন্ধন সম্পর্কের রূপ নেয় ৷ অবশেষে গত জানুয়ারি মাসে চারহাত এক হয় তাঁদের ৷ তবে এই নব দম্পতি তাঁদের বিয়ের খবর সামনে আনতে আরও বেশকিছু সময় নিয়েছিলেন ৷ এবার সামাজিক রীতি মেনে তাঁরা বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন ৷