পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Swara Marries Political Activist: রাজনৈতিক নেতার সঙ্গে চুপিসারে বিয়ে সারলেন স্বরা - Swara Bhasker marries Fahad Ahmad

চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন স্বরা ভাস্কর (Swara Marries Political Activist)৷ রাজনৈতিক নেতা ফাহাদ আহমেদের সঙ্গে 6 জানুয়ারি বিয়ে করেছেন তিনি (Swara Bhasker marries Fahad Ahmad)৷

Swara Marries Political Activist ETV Bharat
স্বরা ও ফাহাদ

By

Published : Feb 16, 2023, 8:14 PM IST

মুম্বই, 16 ফেব্রুয়ারি:ফের বিয়ের খবর বলিউডে ৷ তবে এ বার আর ক্রিকেট ও বলিউড নয়, এ বার বলিউডের সঙ্গে বিয়ের বাঁধনে ধরা দিল রাজনীতি ৷ বিয়ে করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Marries Political Activist)৷ ফাহাদ আহমেদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি ৷ মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির যুব শাখার সভাপতি ফাহাদ (Swara Bhasker marries Fahad Ahmad)৷

বৃহস্পতিবার অভিনেত্রী স্বরা ভাস্কর তাঁর প্রেমের কাহিনি শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে ৷ বিয়ের বেশকিছু ছবির মন্তাজ প্রকাশ করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই চুপিসারে বিয়েটা সেরে ফেলেছেন ৷ বিশেষ বিবাহ আইনে গত 6 জানুয়ারি আদালতে গিয়ে ফাহাদ আহমেদের সঙ্গে রেজিস্ট্রি করেন তিনি ৷

স্বরা ও ফাহাদ

তাঁর শেয়ার করা পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "কখনও কখনও আপনি এমন কিছু খোঁজেন যা আপনার পাশেই ছিল । আমরা প্রেমের খোঁজে ছিলাম ৷ কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পেয়েছি । এবং তারপরে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি ! আমার হৃদয়ে স্বাগতম @ ফাহাদজিরারআহমেদ । এটি বিশৃঙ্খল ছিল তবে এটা তোমাদের জন্য ।"

স্বরা ও ফাহাদের বিয়ে

আরও পড়ুন:বিমানের ইকনমি ক্লাসে দীপিকা, ভাইরাল ভিডিয়ো

2020 সালের জানুয়ারিতে একটি বিক্ষোভ সভায় দেখা হয়েছিল দুজনের ৷ এরপরেই প্রেম দানা বাঁধে ৷ মুম্বইয়ের রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন এবং মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (TISS) থেকে সোশ্যাল ওয়ার্ক নিয়ে এম.ফিল করেন তিনি ।

তিনি 2017 সালে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের ছাত্র সংসদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন ৷ 2018 সালে সিএএ বিরোধী বিক্ষোভে তিনি ছিলেন খুবই পরিচিত মুখ ৷ বিভিন্ন কলেজ থেকে প্রচুর ভিড় টেনে মুম্বইয়ের আন্দোলনকে জোরদার করতে মুখ্য ভূমিকা ছিল ফাহাদের ৷ বর্তমানে ফাহাদ সমাজবাদী পার্টির যুব শাখার প্রধান ৷

স্বরার বিয়ের ছবি

অপরদিকে, বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন স্বরা ভাস্কর ৷ 'আনারকলি অফ আরাহ', 'বীরে দি ওয়েডিং', 'নীল বাটটে সন্নাটা' এবং 'রানঝনা'-এর মতো ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় ৷

ABOUT THE AUTHOR

...view details