মুম্বই, 16 ফেব্রুয়ারি:ফের বিয়ের খবর বলিউডে ৷ তবে এ বার আর ক্রিকেট ও বলিউড নয়, এ বার বলিউডের সঙ্গে বিয়ের বাঁধনে ধরা দিল রাজনীতি ৷ বিয়ে করেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Marries Political Activist)৷ ফাহাদ আহমেদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি ৷ মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির যুব শাখার সভাপতি ফাহাদ (Swara Bhasker marries Fahad Ahmad)৷
বৃহস্পতিবার অভিনেত্রী স্বরা ভাস্কর তাঁর প্রেমের কাহিনি শেয়ার করে নিয়েছেন ভক্তদের সঙ্গে ৷ বিয়ের বেশকিছু ছবির মন্তাজ প্রকাশ করেছেন তিনি ৷ তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন আগেই চুপিসারে বিয়েটা সেরে ফেলেছেন ৷ বিশেষ বিবাহ আইনে গত 6 জানুয়ারি আদালতে গিয়ে ফাহাদ আহমেদের সঙ্গে রেজিস্ট্রি করেন তিনি ৷
তাঁর শেয়ার করা পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "কখনও কখনও আপনি এমন কিছু খোঁজেন যা আপনার পাশেই ছিল । আমরা প্রেমের খোঁজে ছিলাম ৷ কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পেয়েছি । এবং তারপরে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি ! আমার হৃদয়ে স্বাগতম @ ফাহাদজিরারআহমেদ । এটি বিশৃঙ্খল ছিল তবে এটা তোমাদের জন্য ।"