হায়দরাবাদ: বলিউডে গত কয়েক দশক ধরেই বিভিন্ন ছবিতে উঠে এসেছে বিভিন্ন উৎসবের ঝলক (Glmpses of Dussehra in Bollywood films)৷ কখনও গল্পের প্রয়োজনে কখনও নাচ এবং গানের আবহ তৈরিতে বিভিন্ন উৎসবকে ব্যবহার করেছেন নির্মাতারা ৷ আদতে ভারতীয় সংস্কৃতিকে ছবিতে ফুটিয়ে তুলতে হলে বিভিন্ন উৎসবকে ক্যামেরায় তুলে ধরা ছাড়া কোনও উপায় নেই ৷ আসুন দেখে নিই এমন বেশ কিছু ছবির নাম যেখানে দশেরা বা রাবণ দহনের উৎসবের ঝলক তুলে ধরেছেন নির্মাতারা (Dussehra Celebration in Bollywood films) ৷
- স্বদেশ:পরিচালক আশুতোষ গোয়ারেকরের পরিচালিত এই ছবিটিকে শাহরুখ খানের অন্যতম সেরা ছবি বলে মনে করেন সমালোচকরা ৷ ছবিটিতে 'পল পল হ্যায় ভরি' গানের দৃশ্য়ে ব্যবহার করা হয়েছে দশেরার আখ্যান ৷ এই গানে অভিনেত্রী গায়েত্রীকে দেখা গিয়েছে সীতার সাজে ৷ রাবণের সঙ্গে অশোক বনের দৃশ্য়ে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে (Dussehra Celebration)৷
- রা ওয়ান:কিং খানের এই ছবিটি অবশ্য় বক্স অফিসে তেমন ভালো আয় করতে পারেনি ৷ আদতে 'রা ওয়ান' ছবিটিকে বলা যায় আধুনিকভাবে রামায়নের ব্যাখ্য়ান, তবে এতে একটু কল্প বিজ্ঞানের ছোঁয়াও রয়েছে ৷ এখানেও দেখানো হয়েছে রাবণ দহনের দৃশ্য় ৷
- কলঙ্ক: আলিয়া ভাট বরুণ ধাওয়ানের কলঙ্ক ছবিটিও সেভাবে দর্শকদের খুশি করতে পারেনি ৷ তবে এখানেও একটি দৃশ্যে রাবণ দহনের উল্লেখ রয়েছে ৷ দশেরা উদযাপনের আবহেই ছবিতে দেখা হয় বরুণ এবং আলিয়ার ৷ ব্যাকগ্রাউন্ডে তখনই দেখা যায় আইকনিক রাবণ দহনের দৃশ্য়টি ৷
- বজরঙ্গি ভাইজান:সলমন খান এবং করিনা কাপুর জুটির বেশ সফল একটি ছবি 'বজরঙ্গী ভাইজান' ৷ ছবির গল্প বেশ মন টেনেছিল দর্শকদের ৷ এই ছবির 'তু চাহিয়ে' গানেই রয়েছে দশেরা উদযাপনের দৃশ্য় ৷ করিনা এবং সলমনকে এই গানে বাচ্চাদের সঙ্গে দশেরা উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছে ৷
- ব্রহ্মাস্ত্র:অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতেও ব্যবহার করা হয়েছে গানের পটভূমি হিসাবে ব্যবহার করা হয়েছে দশেরা উৎসবকে ৷ রণবীর কাপুরকে 'ডান্স কা ভূত' গানে নাচতে দেখা যায় দশেরা উৎসবে ৷