পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Abar Bibaho Obhijaan Release Date: আবার বিবাহ অভিযান মুক্তি পাচ্ছে এই তারিখে, দেখুন ভিডিয়ো - SVF Announces Release date

এসভিএফ আবার বিবাহ অভিযানের মুক্তির তারিখ (Abar Bibaho Obhijaan Release Date) ঘোষণা করেছে ৷ পাশাপাশি পোস্ট করেছে এই কমেডি ফিল্মের একটি ভিডিয়ো (SVF Announces Release date)৷

Abar Bibaho Obhijaan Release Date ETV Bharat
আবার বিবাহ অভিযান মুক্তি

By

Published : Mar 5, 2023, 5:08 PM IST

কলকাতা, 5 মার্চ: প্রেক্ষাগৃহে বসে হাসতে হাসতে পেটে খিল ধরানোর জন্য তৈরি হয়ে যান ! তাদের পরবর্তী ফিল্ম আবার বিবাহ অভিযানের মুক্তির তারিখ ঘোষণা করল এসভিএফ (SVF Announces Release date)৷ তারা জানিয়েছে যে, এই কমেডি ফিল্ম বড় পর্দায় আসছে আগামী 8 জুন ৷ ছবির প্রথম প্রোমোও আজ প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা (Release date of Abar Bibaho Obhijaan)৷

2019 সালের ছবির সিক্যুয়েল: 2019 সালে দর্শক মনে সাড়া ফেলে দিয়েছিল এসভিএউ-এর ব্লকবাস্টার বিবাহ অভিযান ৷ অভূতপূর্ব সাফল্য পাওয়ায় তার ঠিক চার বছরের মাথায় ছবির সিক্যুয়েল আনতে চলেছে এই প্রযোজনা সংস্থা ৷ দর্শকদের একরাশ আনন্দ উপহার দিতে আসছে আবার বিবাহ অভিযান (Abar Bibaho Obhijaan Release Date)৷ এই ছবিতে থাকছেন আগের ছবির কুশীলবরাই ৷

কে কে থাকছেন ছবিতে ? অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, নুসরত ফারিয়া, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার - এমনই দাপুটে অভিনেতাদের কমেডি দর্শকরা দারুণ উপভোগ করবেন বলে আশাবাদী নির্মাতারা । তবে অভিনেতাদের তালিকায় বিশেষ সংযোজন হলেন বহুমুখী প্রতিভা সৌরভ দাস ৷ কর্ণসুবর্ণের গুপ্তধনে তাঁর আশ্চর্য কমিক উপস্থিতিতে দর্শকদের মুগ্ধ করেছিলেন সৌরভ ।

প্রোমো পোস্ট নির্মাতাদের:রবিবার এসভিএফ-এর তরফে ছবির মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি প্রথম প্রোমো ভিডিয়োটিও প্রকাশ করা হয়েছে ৷ সেখানে দেখা গিয়েছে যে, স্ত্রী-রা তাঁদের স্বামীর কাজ দেখে চমকে যাচ্ছেন । প্রথম ভিডিয়োটি পোস্ট করে এসভিএফ ক্যাপশনে লিখেছে, "বউয়ের হাত থেকে পালিয়েও শেষে ধরা পড়ে গিয়েছিল রজত আর অনুপম । এ বার তাঁদের সঙ্গী গণশা । এ বার এই তিন মূর্তি একজোট হয়েছে । আবারও কি তাঁরা বউয়ের হাত থেকে পালাবে ? কী হবে এ বার? 2019-এর 'বিবাহ অভিযান'-এর পর এ বার তাঁদের 'আবার বিবাহ অভিযান' আসছে শীঘ্রই । রইল তারই প্রথম চমক...৷"

আরও পড়ুন:আবার বিবাহ অভিযানে থাইল্যান্ড যাচ্ছেন অঙ্কুশ-রুদ্র-অনির্বাণরা

ভিডিয়ো পোস্ট করলেন সোহিনীও: নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিয়োটি পোস্ট করেছেন এই ছবির অন্যতম অভিনেত্রী সোহিনী সরকারও ৷ তিনি ক্যাপশনে লিখেছেন, "এ বার নতুন অভিযান হবে থাইল্যান্ডে !"

অধিকাংশ শুটিং থাইল্যান্ডে: এই ছবির বেশিরভাগ শুটিং-ই হয়েছে থাইল্যান্ডে ৷ আর আংশিক শুটিং হয়েছে কলকাতায় ৷ মূল ছবির মতোই সিক্যুয়েলের চিত্রনাট্যও লিখেছেন রুদ্রনীল ঘোষ । জিৎ গঙ্গোপাধ্যায় এই ছবির সঙ্গীত পরিচালক ৷ আর ছবি পরিচালক সৌমিক হালদার ৷ যিনি নিরলসভাবে বাঙালি দর্শকদের বেশকিছু দুর্দান্ত গল্প এবং পরীক্ষামূলক ঘরানা উপহার দিয়েছেন ৷ ফলে বহুমুখী প্রতিভার মেলবন্ধনে এই ছবি বক্স অফিসে ভালোই সাড়া ফেলবে বলে আশা করছেন নির্মাতারা ৷

ABOUT THE AUTHOR

...view details