কলকাতা, 31 অগস্ট: সুজয় থেকে সুজি ভৌমিক- জার্নিটা সহজ ছিল না । অভিনয় ছিল নেশা । সেই নেশার বশেই কলকাতায় পাড়ি দেন সুজি ভৌমিক (Suzi Bhowmik)। নাটক করতে করতেই সুযোগ হয় 'ফিরকি' ধারাবাহিকে । তাঁকে পর্দায় প্রথম ব্রেক দেন প্রযোজক স্নিগ্ধা বসু । সেই ধারাবাহিকে সুজিকে দেখা যায় এক রূপান্তরকামীর চরিত্রেই । চরিত্রটা পজিটিভ ছিল । এবার তাঁকে ভিলেনি ইমেজে নিয়ে এলেন লীনা গঙ্গোপাধ্যায় । 'এক্কা দোক্কা' ধারাবাহিকে এক নার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে (Suzi Bhowmik New Serial Ekka Dokka)।
এই প্রথমবার বাংলায় কোনও রূপান্তরকামীকে দেখা যাবে মহিলার ভূমিকায় (Suzi Bhowmik on Her New Serial)। ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সুজি বলেন, "আমাদেরকে শুধুই রূপান্তরকামী চরিত্রের জন্য বেছে নেওয়া হয় । মিমিক্রি করার জন্য বেছে নেওয়া হয় । এটা কেন হবে? আমরা কি কারও বোন,বউ বা বউদি হতে পারি না? কিন্তু কোনও রূপান্তরকামীকে লিড রোলে নিয়ে আসতে হলে আবার বেছে নেওয়া হয় কোনও মেয়েকেই । সেখানে তো আমাদের কাজে লাগানো যায় । তা হলে চরিত্রটা আরও অনেকবেশি সত্যি বলে মনে হয় ।"
লীনা গঙ্গোপাধ্যায় বরাবরই অন্যরকমের ভাবনায় ভেসে থাকেন নিজের গল্পে । কীভাবে কোনও গল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায় তার চেষ্টাতেই মেতে থাকেন লেখিকা । রূপান্তরকামী অভিনেতা মানেই তিনি মিমিক্রি করার জন্য কিংবা তিনি রূপান্তরকামীর চরিত্রেই অভিনয় করবেন এই ট্রেন্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন তিনি । এই প্রথমবার কোনও রূপান্তরকামীকে মহিলার চরিত্রে নিয়ে এলেন । বেছে নিলেন সুজি ভৌমিককে ।