কলকাতা, 1 এপ্রিল: রাবণের পরে এবার চেঙ্গিজ রূপে অবতীর্ণ হতে চলেছেন সুপারস্টার জিৎ (Susmita Chatterjee to act with jeet)। ইদ উপলক্ষে 29 এপ্রিল ‘রাবণ’ আসছে বড় পর্দায় ।
জিতের প্রযোজনা সংস্থার ব্যানারেই আসছে 'রাবণ'। এমএন রাজ পরিচালিত এই ছবিতে জিতের বিপরীতে রয়েছেন নবাগতা লহমা ভট্টাচার্য । এ ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী । ছবির ট্রেলার এখনও হাজির হয়নি । তবে সূত্রের খবর, খুব শিগগিরই ছবির একটি গান মুক্তি পাবে (Jeet's film)। এর মাঝেই শুভ কাজে বিলম্ব না করে নিজের পরবর্তী ছবির শুভ মহরৎ সেরে ফেললেন জিৎ ।
ছবির নাম 'চেঙ্গিজ' (new Bengali film Chengiz)। ছবিতে মুখ্য ভূমিকাতে তিনিই রয়েছেন । বিপরীতে রয়েছেন টালিগঞ্জের এই সময়ের ব্যস্ত এবং প্রতিভাময়ী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় । সুস্মিতা একের পর এক কাজ করে চলেছেন বছর দুয়েক ধরে । ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘মারাদোনার জুতো’ থেকে শুরু করে এসভিএফের ব্যানারে নির্মিত ও অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ‘প্রেম টেম’-এ সুস্মিতার অভিনয় নজর কেড়েছে দর্শকের । মুক্তির অপেক্ষায় অরিন্দম শীলের ‘খেলা যখন’ এবং সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি ‘জয় কালী কলকাত্তাওয়ালি’। সুদেষ্ণা রায়ের ছবিতে চোরের ভূমিকায় দেখা যাবে সুস্মিতাকে । আর এ বার বড়পর্দায় জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সুস্মিতা । বলা বাহুল্য, এই ছবির হাত ধরেই প্রথমবার টালিগঞ্জের কোনও সুপারস্টারের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী ।