পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jeet-Susmita's film Chengiz: রাবণের পরে এবার চেঙ্গিজের অবতারে জিৎ, সঙ্গী সুস্মিতা

রাবণের পরে এবার চেঙ্গিজের অবতারে দেখা যাবে জিৎ-কে ৷ তাঁর সঙ্গে প্রথম বার স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee to act with jeet) ৷

susmita-chatterjee-to-act-with-jeet-in-new-bengali-film-chengiz
রাবণের পরে এবার চেঙ্গিজের অবতারে জিৎ, সঙ্গী সুস্মিতা

By

Published : Apr 1, 2022, 12:46 PM IST

কলকাতা, 1 এপ্রিল: রাবণের পরে এবার চেঙ্গিজ রূপে অবতীর্ণ হতে চলেছেন সুপারস্টার জিৎ (Susmita Chatterjee to act with jeet)। ইদ উপলক্ষে 29 এপ্রিল ‘রাবণ’ আসছে বড় পর্দায় ।

জিতের প্রযোজনা সংস্থার ব্যানারেই আসছে 'রাবণ'। এম‌এন রাজ পরিচালিত এই ছবিতে জিতের বিপরীতে রয়েছেন নবাগতা লহমা ভট্টাচার্য । এ ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী । ছবির ট্রেলার এখনও হাজির হয়নি । তবে সূত্রের খবর, খুব শিগগিরই ছবির একটি গান মুক্তি পাবে (Jeet's film)। এর মাঝেই শুভ কাজে বিলম্ব না করে নিজের পরবর্তী ছবির শুভ মহরৎ সেরে ফেললেন জিৎ ।

ছবির নাম 'চেঙ্গিজ' (new Bengali film Chengiz)। ছবিতে মুখ্য ভূমিকাতে তিনিই রয়েছেন । বিপরীতে রয়েছেন টালিগঞ্জের এই সময়ের ব্যস্ত এবং প্রতিভাময়ী অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় । সুস্মিতা একের পর এক কাজ করে চলেছেন বছর দুয়েক ধরে । ‘হ‌ইচ‌ই’-এর ওয়েব সিরিজ ‘মারাদোনার জুতো’ থেকে শুরু করে এসভিএফের ব্যানারে নির্মিত ও অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত ‘প্রেম টেম’-এ সুস্মিতার অভিনয় নজর কেড়েছে দর্শকের । মুক্তির অপেক্ষায় অরিন্দম শীলের ‘খেলা যখন’ এবং সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ছবি ‘জয় কালী কলকাত্তাওয়ালি’। সুদেষ্ণা রায়ের ছবিতে চোরের ভূমিকায় দেখা যাবে সুস্মিতাকে । আর এ বার বড়পর্দায় জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সুস্মিতা । বলা বাহুল্য, এই ছবির হাত ধরেই প্রথমবার টালিগঞ্জের কোন‌ও সুপারস্টারের সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী ।

আরও পড়ুন: Abir in Purulia : গুপ্তধনের সন্ধানে এবার পুরুলিয়ায় সোনাদা-আবির, পুরোদমে চলছে শ্যুটিং

‘চেঙ্গিজ’ -এর পরিচালক রাজেশ গঙ্গোপাধ্যায় । এর আগে 2014-তে রাজেশের পরিচালনায় ‘দ্য রয়্যাল বেঙ্গল টাইগার’-এও কাজ করেছিলেন জিৎ । জনপ্রিয় হয় সেই ছবিও । এরপর বহু বছর কেটে গিয়েছে । এবার এঁদের জুটিতে আসছে 'চেঙ্গিজ'।

ছবিতে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শতাফ ফিগার । রয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ আয়েষা ভট্টাচার্য । ছবির মহরৎ হয়ে গেল সম্প্রতি । আর সেদিনই শতাফের এই ছবিতে উপস্থিতির কথা জানান জিৎ স্বয়ং ।

আরও পড়ুন:Bengali Cinema Kulpi : অভিনেতা-সহ ইটিভি ভারতের সঙ্গে 'কুলপি' আড্ডায় পরিচালক বর্ষালী চট্টোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details