মুম্বই, 6 অক্টোবর: ব্যক্তিগত জীবনের সমস্ত বিতর্ককে পাশ কাটিয়ে আবারও অভিনয়ে ফিরছেন সুস্মিতা সেন ৷ 'আরিয়া'-র দুরন্ত সাফল্যকে সঙ্গী করে প্রত্যাবর্তনে প্রাক্তন মিস ইউনিভার্স অভিনয় করছেন এক রূপান্তরকামীর চরিত্রে ৷ (Sushmita Sen to play transgender Gauri Sawant)৷ সুস্মিতা অভিনীত নয়া ওয়েব সিরিজটি গড়ে উঠেছে রূপান্তরকামী সমাজকর্মী গৌরি সাওয়ান্তের জীবনকে কেন্দ্র করে(Sushmita Sen New Series) ৷ বৃহস্পতিবার সামনে এল সেই সিরিজের প্রথম লুক ৷
'তালি' নামক এই ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন রবি যাদব (Sushmita Sen New Series Taali)৷ অর্জুন সিং বরণ, আফিফা নাদিওয়ালা এবং কর্তক ডি নিশানদারের প্রযোজিত এই ওয়েব সিরিজটি কবে পর্দায় আসছে, তা অবশ্য় এখনও জানা যায়নি ৷ তবে প্রথম লুকেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন সুস্মিতা ৷ সুস্মিতার মতে গৌরি আদতে বিপ্লবের এক পুরোধা ৷ এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ ৷