হায়দরাবাদ, 11 অগস্ট:15 অগস্ট স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পেতে চলেছে 'তালি' ৷ রূপান্তরকামী সমাজকর্মী শ্রী গৌরী সাওয়ান্তের কাহিনি এবার ফুটে উঠতে চলেছে রূপোলি পর্দায় ৷ আর সেই চরিত্রে অভিনয় করছেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন ৷ এর চেয়ে বড় সমাপতন আর কীই বা হতে পারে ৷ চেহারার গঠনই তো ভেদাভেদ তৈরি করে মানুষে মানুষে ৷ কিন্তু সেই ভেদাভেদকে অস্বীকার করে গৌরী সাওয়ান্তের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন সুস্মিতা ৷ তাঁর অভিনয় গুণ কিংবা শিল্পসত্ত্বা নিয়ে প্রশ্নচিহ্ন কারও মনে নেই, তবু গৌরী সাওয়ান্তের চরিত্রে সুস্মিতা কতটা সফল হলেন, তা জানতে অপেক্ষা করতা হবে আরও কয়েকদিন ৷ তার ঠিক আগেই সাম্মানিক 'ডি লিট' সম্মানে দিল বাংলার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ৷
অভিনয়ে অসামান্য যোগদান, মিস ইউনিভার্স হিসাবে বিশ্বের দরবারে সারা ভারতকে গর্বিত করার সঙ্গে নানা ধরনের সেবামূলক কাজ ৷ সবমিলিয়ে সুস্মিতা সেন নামটুকুই যথেষ্ট তাঁর পরিচয় হিসাবে ৷ অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের জন্য সুস্মিতাকে ডক্টর অফ লেটার্স সম্মান জানাল এক প্রথিতযশা বিশ্ববিদ্যালয় ৷ যদিও এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি সুস্মিতা ৷ এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা ৷ সেখানে দেখা যায় অনুষ্ঠানের কিছু ঝলক ৷