পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sushmita Gets Honorary D Litt: 'তালি' মুক্তির আগেই করতালি অডিটোরিয়াম জুড়ে, 'ডি লিট' সম্মানে ভূষিত সুস্মিতা - সাম্মানিক ডি লিট সম্মানে ভূষিত সুস্মিতা

সাম্মানিক ডি লিট উপাধিতে ভূষিত হলেন সুস্মিতা সেন ৷ কলকাতার এক বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের তরফে তাঁকে তুলে দেওয়া হল এই সম্মান ৷

Sushmita Gets Honorary D Litt
ডি লিট সম্মান দেওয়া হল সুস্মিতা সেনকে

By

Published : Aug 11, 2023, 7:37 PM IST

হায়দরাবাদ, 11 অগস্ট:15 অগস্ট স্বাধীনতা দিবসের দিনেই মুক্তি পেতে চলেছে 'তালি' ৷ রূপান্তরকামী সমাজকর্মী শ্রী গৌরী সাওয়ান্তের কাহিনি এবার ফুটে উঠতে চলেছে রূপোলি পর্দায় ৷ আর সেই চরিত্রে অভিনয় করছেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন ৷ এর চেয়ে বড় সমাপতন আর কীই বা হতে পারে ৷ চেহারার গঠনই তো ভেদাভেদ তৈরি করে মানুষে মানুষে ৷ কিন্তু সেই ভেদাভেদকে অস্বীকার করে গৌরী সাওয়ান্তের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন সুস্মিতা ৷ তাঁর অভিনয় গুণ কিংবা শিল্পসত্ত্বা নিয়ে প্রশ্নচিহ্ন কারও মনে নেই, তবু গৌরী সাওয়ান্তের চরিত্রে সুস্মিতা কতটা সফল হলেন, তা জানতে অপেক্ষা করতা হবে আরও কয়েকদিন ৷ তার ঠিক আগেই সাম্মানিক 'ডি লিট' সম্মানে দিল বাংলার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ৷

অভিনয়ে অসামান্য যোগদান, মিস ইউনিভার্স হিসাবে বিশ্বের দরবারে সারা ভারতকে গর্বিত করার সঙ্গে নানা ধরনের সেবামূলক কাজ ৷ সবমিলিয়ে সুস্মিতা সেন নামটুকুই যথেষ্ট তাঁর পরিচয় হিসাবে ৷ অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজের জন্য সুস্মিতাকে ডক্টর অফ লেটার্স সম্মান জানাল এক প্রথিতযশা বিশ্ববিদ্যালয় ৷ যদিও এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি সুস্মিতা ৷ এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা ৷ সেখানে দেখা যায় অনুষ্ঠানের কিছু ঝলক ৷

উপস্থিত থাকতে না-পারলেও সুস্মিতা অডিয়ো বার্তা পাঠাতে ভোলেননি ৷ তিনি জানান, হঠাৎ করেই ভাইরাল জ্বরের কারণে তিনি আসতে পারেনি ৷ তবু অসুস্থ অবস্থাতেই তিনি সকলকে ধন্যবাদ জানান এই সম্মানের জন্য় ৷ সুস্মিতার বাবা সুবীর সেনের হাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন মানপত্রটি তুলে দেয় ৷

আরও পড়ুন:কর্মীদের ইএসআই পেমেন্ট জমা না দেওয়ায় জয়াপ্রদাকে কারাবাসের নির্দেশ আদালতের

অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রী নারায়ণ মূর্তি ৷ এর আগে হৃদযন্ত্রের সমস্য়ার কারণে যথেষ্ট ভুগতে হয়েছিল তাঁকে ৷ আর এবার ভাইরাল জ্বরে কাবু অভিনেত্রী ৷ অনুরাগীরা সকলেই চাইবেন খুব তাড়াতাড়ি সেরে উঠে আবার কাজে ফিরুন অভিনেত্রী ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details