পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sushmita-Rohman Relationship: ললিত-জল্পনা অতীত, পুরনো প্রেমিকের হাত ধরে ফের প্রকাশ্যে সুস্মিতা - সুস্মিতা সেনের বিচ্ছেদের খবর জল্পনা ছড়িয়েছিল

2021 সালে রহমান সলের সঙ্গে সুস্মিতা সেনের বিচ্ছেদের খবর জল্পনা ছড়িয়েছিল ৷ এবার সেই বিচ্ছেদ ভুলে আবার একে অপরের হাত ধরলেন তাঁরা ৷ সম্প্রতি দীপাবলির একটি পার্টিতে একসঙ্গে দেখা গেল তাঁদের ৷

Sushmita Rohman Relationship
পুরোনো প্রেমিকের হাত ধরে ফের লাইমলাইটে সুস্মিতা

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 7:00 PM IST

হায়দরাবাদ, 8 নভেম্বর:প্রাক্তন প্রেমিক রহমান শলের সঙ্গে দীপাবলির একটি অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রী সুস্মিতা সেনকে ৷ সেই অনুষ্ঠানেই তাঁদের সম্পর্ক নিয়েও প্রায় সিলমোহর দিয়ে দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ৷ 2021 সালে ভেঙে যায় তাঁদের সম্পর্ক ৷ তবে তারপরেও বন্ধুই ছিলেন দু'জনে ৷ পরবর্তীতে আবার সুস্মিতার হৃদরোগের খবর সামনে আসার পর থেকেই আবার রহমানকে দেখা গিয়েছে নায়িকার পাশে ৷ 'আরিয়া 3'-র শুটিংয়ের সময়ও রহমানের ছবি দিয়ে তাঁর কথা উল্লেখ করেছিলেন নায়িকা ৷

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিয়োতে দেখা যায়, দীপাবলির পার্টিতে রহমানের সঙ্গে হাত ধরে হাজির অভিনেত্রী ৷ তাঁর পরনে এদিন ছিল গোলাপি বর্ডার দেওয়া কালো শাড়ি ৷ রহমানের পরনে ছিল সাদা কুর্তা ও সবুজ জ্যাকেট ৷ গালভরা হাসি নিয়ে পাপারাৎজিদের উদ্দেশে এদিন পোজও দেন তাঁরা ৷ বিচ্ছেদের পর তাঁদের দেখা গিয়েছে আগেও ৷ তবে এবার তাঁদের সম্পর্কে সিলমোহর পরে গেল বলেই দাবি অনেকের ৷

ফটোশুটে দু'জনকেই দেখা গেল বেশ কাছাকাছি ৷ রহমানকে জড়িয়েও ধরেন তিনি ৷ আর তাঁদের এই ছবি সামনে আসার পরেই সোশাল মিডিয়ায় নতুন করে তাঁকে নিয়ে চর্চাও শুরু হয়ে গিয়েছে ৷ 'আরিয়া 3' সিরিজের শুটিং চলাকালীন হৃদরোগের শিকার হন সুস্মিতা ৷ এর মাঝে আবার ললিত মোদির সঙ্গেও নাম জড়িয়েছিল সুস্মিতার ৷ প্রাক্তন ক্রিকেট প্রশাসকের একটি টুইট থেকে ছড়িয়ে পড়ে এই খবর ৷

আরও পড়ুন:অগ্রিম বুকিং ছুঁল প্রায় তিন লক্ষ! মুক্তির আগেই 8 কোটি ছাড়াল সলমনের ছবির আয়

তবে তারপর আবার পুরোনো প্রেমিকের সঙ্গেই বারবার দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরীকে ৷ 2018 সালে মডেল রহমান শলের সঙ্গে আলাপ হয় অভিনেত্রীর ৷ তারপরই সম্পর্কে জড়ান দু'জনে ৷ 2021 সালে একটি ইনস্টা পোস্টের মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেন এই জুটি ৷ তবে দু'বছর কাটতে না-কাটতে আবার তাঁদের দেখা গেল একসঙ্গে ৷

ABOUT THE AUTHOR

...view details